শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের তারিখ ঘোষণার প্রতিক্রিয়া

অনুরোধ সত্ত্বেও এ তফসিল কষ্টদায়ক

মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

অনুরোধ সত্ত্বেও এ তফসিল কষ্টদায়ক

আগামী ২৩ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় সন্তেষ্ট নন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাষণের পর মোবাইল ফোনে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর এতগুলো রাজনৈতিক দলের মতামত যেভাবে উপেক্ষা করা হলো তাতে আমরা কষ্ট পেয়েছি। প্রতিটি রাজনৈতিক দলের জন্যই বেদনাদায়ক।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচনে যেতে চাই। তবে ঘোষিত তফসিলে নির্বাচনে যাব কি না এটা এখনই বলা সম্ভব নয়। এ নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যেভাবে আমাদের মতামত উপেক্ষা করে তফসিল ঘোষণা করা হলো তা অনাকাঙ্ক্ষিত।’ ঘোষিত তফসিলকে আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে। আপনারা কি করবেন এমন প্রশ্নে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ তো জানাবেই, এটা আগে থেকেই জানা। আমাদের তো স্বাগত জানানোর মতো কিছু নেই। কিন্তু যখন দেখি প্রধানমন্ত্রী বলার পরও গ্রেফতার-হয়রানি বন্ধ হয়নি, বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার পরিবর্তে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, অনুরোধ সত্ত্বেও তফসিল ঘোষণা করা হয়, তখন বুঝতে কিছু বাকি নেই। এটা ভালো কোনো লক্ষণ নয়।’

সর্বশেষ খবর