শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আজ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ।

ধানমন্ডি ৩/এ আওয়ামী লীগের অস্থায়ী নির্বাচনী অফিসে সকাল ১০টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে  গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের মনোনয়ন প্রত্যাশীরা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩০ হাজার টাকার বিনিময়ে ফরম ক্রয় করতে পারবেন। এ জন্য আট বিভাগের জন্য পৃথক বুথ খোলা হয়েছে। প্রার্থীদের স্ব স্ব বিভাগের বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে। এ পুরো কার্যক্রম মনিটরিং করার জন্য বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন সদস্য থাকবেন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠকের দিন পর্যন্ত ফরম ক্রয় করা যাবে। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ আট বুথে আট বিভাগের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। সংসদীয় বোর্ডের সভা রবিবার : আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রবিবার অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। ওই বৈঠকে দলের মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। 

সর্বশেষ খবর