শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া ডিউটি নয়

ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

রায়ট গিয়ার (হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, লেগগার্ড) ছাড়া কোনো অবস্থায় ডিউটিতে যাওয়া যাবে না। একই সঙ্গে ডিউটির সময় মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না। নিজ নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের এসব নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল সকালে ডিএমপি সদর দফতরে আহত পুলিশ সদস্যদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদানের সময় তিনি এ নির্দেশনা প্রদান করেন। ডিএমপি কমিশনার বলেন, কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার দায়িত্ব আমাদের। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে  সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। ডিএমপির সদস্যের মেধাবী সন্তানদের শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিবছর শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমাদের অনেক সাফল্য রয়েছে। এই সাফল্য কারও একার পক্ষে আসেনি। সবার প্রচেষ্টায় টিম ডিএমপি ভালো অবস্থানে রয়েছে। উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি প্রধান বলেন, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। মনে রাখবে তোমার জন্য যাতে কেউ হয়রানি না হয়। অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল থেকে ৬১ জন আহত পুলিশ সদস্যকে ২০ লাখ ৭০ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে নিহত দুজনকে ৫ লাখ টাকা করে ও গুরুতর আহত ২ জনকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।

সর্বশেষ খবর