রবিবার, ১১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

তাদের কোনো বিকল্প পথ নেই

ভোলা প্রতিনিধি

তাদের কোনো বিকল্প পথ নেই

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত কথাই বলুক আর যত শর্তই দিক নির্বাচনে আসা ছাড়া কোনো বিকল্প নেই। মন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে আমিও যুক্তিতর্ক দিয়ে ওদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেছি। তারা চায়, একটা উপদেষ্টা মণ্ডলীর সরকার, যেটা সংবিধানে নেই। তারা চায়, সংসদ বিলুপ্ত হোক, যেটা সংবিধানে নেই। গতকাল দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন করেছে। সমাবেশে অন্তত ২০ হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নিয়েছে। সমাবেশের শুরুতে ভোলার উন্নয়ন এবং তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।  সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ভোলার উন্নয়নে হাজার হাজার কোটি টাকার কাজ হয়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। মন্ত্রী বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভোলা-বরিশাল ব্রিজ। এই ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে ভোলা-বরিশাল ব্রিজের সম্ভাব্যতা যাচাইর কাজ হয়েছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই ব্রিজ নির্মাণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর