বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্পিন বিষে নীল জিম্বাবুয়ে

মেজবাহ্-উল-হক

স্পিন বিষে নীল জিম্বাবুয়ে

দুর্দান্ত ক্যাচ লুফে নেওয়া তাইজুলকে কোলে তুলে নিয়ে উল্লাস

জিম্বাবুয়েকে ৩০৪ রানে অলআউট করে ফলোঅনে ফেলল বাংলাদেশ। টাইগারদের লিড এখন ২১৮ রানের। তবে জিম্বাবুয়েকে বাংলাদেশ ফলোঅন করাবে কিনা তা জানা যাবে আজ সকালে।  সাকিব আল হাসান দলে নেই, তারপরও বাংলাদেশের স্পিন বিষে নীল জিম্বাবুয়ে। বামহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার করেছেন আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। আগের দিনের ১ উইকেটে ২৫ রান নিয়ে কাল শুরু করেছিল জিম্বাবুয়ে। ১৩১ রানেই ৫ উইকেট পড়ে যায় সফরকারীদের। তবে এরপর ষষ্ঠ উইকেটে পিটার মুরকে সঙ্গে নিয়ে প্রবল প্রতিরোধ করে তোলেন পরীক্ষিত ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। তাদের জুটিতে আসে ১৩৯ রান। টেলর খেলেছেন ১১০ রানের অসাধারণ এক ইনিংস। আর মুর করেছেন ৮৩। বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতায় দুই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান নতুন জীবন  পেয়ে যেন বেপরোয়া হয়ে উঠেছিলেন। সময় যত অতিবাহিত হচ্ছিল জিম্বাবুয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। অন্যদিকে বাংলাদেশের হাতের মুঠোয় থেকে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণও  যেন চলে যাচ্ছিল। পাশাপাশি ধৈর্যও হারিয়ে ফেলছিলেন টাইগাররা। সে কারণেই ৭৫ রানে মুরের ক্যাচটি ফেলে দেন বদলি ফিল্ডার নাজমুল অপু। স্বয়ং মুশফিকও ক্যাচ ফেলেছেন এবং স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ নষ্ট করেছেন। তা না হলে ব্যক্তিগত ৯৪ রানেই সাজঘরে ফিরে যেতে হতো টেলরকে। অবশেষে ত্রাতা হয়ে আসেন আরিফুল। জিম্বাবুয়ের এই দুরন্ত জুটিকে থামিয়ে দেন পিটার মুরকে লেগ বিফোরের ফাঁদে ফেলে এবং টেলরকে ফিরিয়ে দেন মেহেদী মিরাজ। অবশ্য উইকেট পতনে মিরাজের চেয়ে যেন বড় অবদান তাইজুলের। শূন্যে লাফিয়ে অসাধারণ এক ক্যাচ নেন তিনি। এরপরও যেন জিম্বাবুয়ের ফলোঅন অনেকটা নিশ্চিত হয়ে যায়। জিম্বাবুয়ের  শেষের উইকেটটি নিয়ে টানা তিন ইনিংসে পঞ্চম উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। এর আগে এই রেকর্ডটা আছে সাকিব ও এনামুল জুনিয়রের। এখনো টেস্টের দুই দিন বাকি। কিন্তু শেরেবাংলার উইকেটে সহায়তা করেছে ব্যাটসম্যানদেরই। চতুর্থ দিন অবশ্য ভিন্ন দৃশ্যও  দেখা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল আজ ব্যাটিং করবে কিনা! উইকেট ব্যাটিং সহায়ক থাকায় প্রথম সেশনটা টি-২০র গতিতে ব্যাট করে জিম্বাবুয়েকে বড় টার্গেট দিয়ে ছেড়ে দিতে পারেন মাহমুদুল্লাহ কিংবা ফলোঅন করিয়ে জিম্বাবুয়েকে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে পাঠিয়েও দিতে পারেন। সিদ্ধান্ত এখন বাংলাদেশের কোচ-অধিনায়কের হাতে।

সর্বশেষ খবর