বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ। বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জরিপের ভিত্তিতে যিনি এগিয়ে থাকবেন তাকেই মনোনয়ন দেওয়া হবে। কারও মুখ দেখে এবার মনোনয়ন দেওয়া হবে না।’ তবে দলের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধানমন্ডিতে সাক্ষাৎকার পর্ব হওয়ার কথা থাকলেও জায়গার সংকটে তা হচ্ছে না। আর মনোনয়নপ্রত্যাশারীদের কোনো সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে না। তবে তারা গণভবনে গিয়ে দলীয় সভানেত্রীকে সালাম দেওয়ার সুযোগ পাবেন। সেখানেও সাক্ষাৎকার গ্রহণ করা হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট আয় হয়েছে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা। সারা দেশের ৩০০ আসনে প্রতিটির জন্য প্রার্থী প্রায় ১৩ জন। এর আগে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিনে উসত্বমুখর পরিবেশে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে ক্ষমতাসীনরা। আটটি বিভাগের জন্য আলাদা আলাদা বুথ থেকে নৌকার প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কেনেন আগ্রহীরা প্রতিদিন। তবে ফরম জমা নেওয়ার কাজ চলে গতকাল পর্যন্ত। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে দলের মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন জরিপ পর্যালোচনা করা হয়। সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জরিপের ভিত্তিতে যিনি এগিয়ে থাকবেন তাকেই মনোনয়ন দেওয়া হবে। কারও মুখ দেখে এবার মনোনয়ন দেওয়া হবে না। কারণ আমাদের বিজয় লাভ করতে হবে।’

বিএনপি প্রার্থীদের সাক্ষাৎকার ১৮ নভেম্বর : আগামী ১৮ নভেম্বর থেকে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার  নেবে বিএনপি। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। গত রাতে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সর্বশেষ খবর