বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নতুন ইতিহাস গড়ার আশা সিইসির

নিজস্ব প্রতিবেদক

নতুন ইতিহাস গড়ার আশা সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের মাধ্যমে নতুন একটা ইতিহাস তৈরি হবে। কেননা এই নির্বাচন যদি সফল হয় তাহলে এর পর থেকে হয়তো সরকার সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে। স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।’ গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ের  নির্বাচন ভবনে ‘একাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সব দলের অংশগ্রহণে এবারের ভোট সফলভাবে আয়োজিত হলে দলীয় সরকারের অধীনে নির্বাচনে স্থিতিশীলতা আসবে বলে মন্তব্য করেন সিইসি কে এম নূরুল হুদা। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক করে দেন সিইসি। মেধা ও প্রজ্ঞা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের একাদশ সংসন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার নির্দেশ দিয়েছেন সিইসি। সিইসি বলেন, ‘নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন আপনাদের পরামর্শ দেবে। ৯৫ ভাগ দায়িত্ব সাংবিধানিকভাবে আপনাদের ওপর অর্পিত।’ রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনী ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়ম-নীতি ও নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত। আপনাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ওপর জাতির আশা-আকাঙ্ক্ষা নির্ভর করছে।’ সাজায় স্থগিতাদেশ না থাকলে মনোনয়ন বাতিল : নির্বাচন ভবনে অনুষ্ঠিত রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে ছয়টি সেশন ছিল। এর মধ্যে দুপুরে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এই সেশনে সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলীয় কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময় যে কোনো ধরনের মিছিল-শোডাউন বন্ধে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন। গতকাল ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত  চিঠি মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) পাঠানো হয়েছে। ভোট পেছানোর সুযোগ নেই : সংসদ নির্বাচন আরও পেছানোর দাবি নাকচ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাফ জানিয়ে দিয়েছেন, ভোটের তারিখ ৩০ ডিসেম্বরের পরে নেওয়ার সুযোগ নেই।  গতকাল সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং’ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। এদিকে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীকে ইভিএম কেন্দ্রে রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে ইভিএমের কেন্দ্রে যেসব সেনা সদস্য নিযুক্ত করা হবে, তারা আইনশৃঙ্খলা রক্ষার জন্য নয়। গত রাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী কার্যালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান।

সর্বশেষ খবর