বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি মামলায় বাড়ছে শাস্তির হার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলায় বাড়ছে শাস্তির হার

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের মামলায় শাস্তির হার দিন দিন বাড়ছে। তিনি গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (ইউএনকেক) দি ইমপেটেশন রিভিউ গ্রুপের দ্বিতীয় রিজিউমডের নবম সেশনে বক্তৃতায় এসব কথা বলেন। এ অধিবেশনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ  নিয়েছে। ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এ অধিবেশন চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে নতুন নতুন শিক্ষা গ্রহণের পাশাপাশি নানাবিধ উত্তম চর্চার সঙ্গে পরিচিত হওয়া গেছে। ফলে ইউএনকেকের বিভিন্ন প্রভিশন কার্যকরভাবে বাস্তবায়নে দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করছে দুদক। ইকবাল মাহমুদ বলেন, বাংলাদেশে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটারস অ্যাক্ট, ২০১২ সহ বিভিন্ন আইন, বিধি-বিধান ও বিচারিক প্রক্রিয়ার সংস্কার হয়েছে। ফলে বাংলাদেশে দুর্নীতি দমন ও দুর্নীতিবিরোধী সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটেছে।

সর্বশেষ খবর