শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট আর পেছাবে না

ধানের শীষে ঐক্যফ্রন্ট, সময় চায় যুক্তফ্রন্ট, সেনা মোতায়েন ভোটের ১০ দিন আগে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল কমিশনে আলোচনার পর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, জানুয়ারিতে আইনি ও সাংবিধানিক কিছু বিষয় রয়েছে। ঐক্যফ্রন্টের দাবির চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছে, ৩০ ডিসেম্বরের ভোট পেছানোর আর কোনো সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনার গতকাল সকালে ওই বৈঠকে অংশ নেন বলে জানান তিনি। গতকাল বিকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন। 

নির্বাচন কমিশন প্রথম দফার তফসিলে ২৩ ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করলেও নির্বাচন এক মাস বা তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছিল ঐক্যফ্রন্ট। এরপর ইসি নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করে পুনঃতফসিল দিলেও তাতে আপত্তি জানায় বিএনপি ও তাদের শরিকরা। গত বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা প্রায় দুই ঘণ্টা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর ঐক্যফ্রন্টের প্রধান নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, আলোচনায় তারা সন্তুষ্ট। নির্বাচন চলাকালে কমিশনের সহযোগিতা পাবেন বলেই তারা আশা করছেন। তবে এ বিষয়ে সংশয় প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সামগ্রিকভাবে একটা কথা বলি, আমাদের নির্বাচনে থাকা না থাকা নির্ভর করছে নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন সরকারের আচরণের ওপর। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২ ডিসেম্বর বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। ভোট হবে ৩০ ডিসেম্বর। নৌকা-ধানের শীষ ঘিরেই নির্বাচনী জোট : ঐক্যফ্রন্টের ইভিএম না দেওয়া ও সেনা মোতায়েনের দাবি বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, শহরাঞ্চলে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারে কমিশনের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল আছে। সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে কমিশনের সিদ্ধান্ত রয়েছে। তবে কীভাবে, কবে মোতায়েন হবে, তা সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, কোন কোন দল ধানের শীষে নির্বাচন করতে চায়, তা বিএনপি এবং কোন কোন দল নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়, তা আওয়ামী লীগ লিখিতভাবে জানিয়েছে। তিনি বলেন, জোটভুক্ত কোনো দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে নিবন্ধিত দলগুলোই সুযোগ পাবে। যারা নিবন্ধিত নয়, তারা এই সুযোগ পাবে না। তবে অনিবন্ধিত দলের কেউ অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে চাইলে সেই দলের মনোনয়ন নিতে হবে। এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, আওয়ামী লীগ যেসব দলের তালিকা দিয়েছে, সেখানে বিকল্পধারার নাম নেই। গতকাল জোটবদ্ধ নির্বাচন বিষয়ে কমিশনকে তথ্য দেওয়ার শেষ দিন ছিল। সেনা মোতায়েন দুই থেকে ১০ দিন আগে : একাদশ সংসদ নির্বাচনের দুই থেকে ১০ দিন আগে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল সকালে নির্বাচন ভবনে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচনের দুই দিন, এক সপ্তাহ বা ১০ দিন আগে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। গত ৮ নভেম্বর প্রথম দফা তফসিল ঘোষণার দিন জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, এবার সেনা মোতায়েন হবে আগের মতোই। অর্থাৎ সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে না। তিনি বলেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ‘ধানের শীষ’ নিয়েই ভোটে যাচ্ছে ঐক্যফ্রন্ট : ড. কামাল হোসেনের নেতৃত্বে সাত দফা দাবিতে জোট বাঁধা জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছে। মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে গতকাল দুপুরে জোটের নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান ফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, সবাই একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ। এ বিষয়ে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দিয়েছেন তারা। প্রতীকের সিদ্ধান্ত জানাতে সময় চায় যুক্তফ্রন্ট : নির্বাচনে জোটভুক্ত হয়ে ভোটের ক্ষেত্রে প্রতীকের সিদ্ধান্ত জানাতে আরও ১০ দিন সময় চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট। বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক যুক্তফ্রন্টের পক্ষে সময় বাড়ানোর আবেদন জানিয়ে ওই চিঠি গতকাল নির্বাচন কমিশনে পৌঁছে দেন। ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ এবং জোটভুক্ত দলগুলোর সম্প্রসারণের কার্যক্রম ‘নির্বিঘ্নে সম্পন্ন’ করার সুযোগ দিতে জোটভুক্ত নির্বাচনের ক্ষেত্রে প্রতীক জানানোর সময় ২৬ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয় সেখানে। ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল : নির্বাচন উপলক্ষে ভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও নির্বাচন অফিস সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ওয়াজ-মাহফিলে প্রচার নয় : ভোটের মৌসুমে ধর্মীয় ওয়াজ মাহফিলে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা যাতে না করা হয় সে বিষয়ে নজর দিতে নির্দেশনা দেওয়া হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, এ সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিলসহ নানা ধরনের অনুষ্ঠান হয়। বিষয়টি স্পর্শকাতর বলে প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে দৃষ্টি রাখা হবে। ইসিকে সহযোগিতা করতে মাঠ প্রশাসনকে নির্দেশ : একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে করার লক্ষ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনের আধাসরকারি পত্রের পরিপ্রেক্ষিতে গতকাল ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’-এর অনুসরণীয় বিধানগুলো উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন পার না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ না করে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে যেন বদলি করা না হয়, সে বিষয়েও মন্ত্রিপরিষদের নির্দেশনা এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর