শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোট এক ঘণ্টা পেছাক তাও চাই না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাক আওয়ামী লীগ তা চায় না। তিনি বলেন, এক ঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক— তা আমরা চাই না। গতকাল সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জোট বাঁধা জাতীয় ঐক্যফ্রন্টে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেতা কে? আমি জানতে চাই। দেশবাসীও জানতে চায়। বলুন প্রধানমন্ত্রী কে হবেন? ড. কামাল হোসেন না তারেক রহমান? কে হবেন? তারা যে একটা ইলেকশন করবে তাতে দলের একজন পিএম ফেস থাকে। আমি জানতে চাই হু ইজ দেয়ার পিএম ফেস?’ ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের দলগুলো একসঙ্গে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি কীভাবে হবে— সে বিষয়ে জোটের নেতারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।  তিনি বলেন, ‘এ ব্যাপারে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি হবে।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নয়াপল্টনে পুলিশের ওপর হামলা বিএনপির পরিকল্পিত। বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা হয়েছে। হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার ছাড়া কিছুই নয়।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি স্বাক্ষর না করবেন, ততক্ষণ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া চার টেকনোক্র্যাট মন্ত্রী বৈধ।’

সর্বশেষ খবর