রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তাবলিগের এ সংঘর্ষ কলঙ্কজনক অধ্যায়

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তাবলিগের উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানান। ধর্মপ্রাণ মানুষ হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, দেশের শীর্ষ আলেমদের সিদ্ধান্ত মেনে নিতে তাবলিগের মুরব্বিদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাবলিগ জামাতের সূচনা হয়েছে দারুল উলুম দেওবন্দের সন্তানদের দ্বারা। বাংলাদেশের উলামায়ে কেরাম বিশেষ করে দেওবন্দি আলেমদের তাবলিগের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দরদও সবচেয়ে বেশি। অতএব, তাবলিগের সংকটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। তিনি সমাধানের পথ খুঁজে বের করতে উভয় পক্ষের মুরব্বিদের আলোচনায় বসার আহ্বান জানান। পীর সাহেব বলেন, কোনো ব্যক্তি বিশেষের ওপর দীনের সুমহান কাজ নির্ভরশীল নয়। এ বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর