রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাড়ি ফিরেছেন এরশাদ করবেন ভোট

নিজস্ব প্রতিবেদক

বাড়ি ফিরেছেন এরশাদ করবেন ভোট

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারার বাসায় ফিরেছেন। শুক্রবার রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন। এইচ এম এরশাদের উপদেষ্টা কাজী মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশবাসী ও দলের নেতা-কর্মীদের দোয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এখন সুস্থ আছেন। জানা যায়, এইচ এম এরশাদ বাসায় এসে স্বাভাবিক কাজকর্ম করছেন। রাজনৈতিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। তবে নেতা-কর্মীরা যেন বেশি চাপ সৃষ্টি করতে না পারেন সেজন্য বাসায় সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর এইচ এম এরশাদকে সিএমএইচে নেওয়া হয়েছিল। জাপা নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৮৮ বছর বয়সী এই রাজনীতিক। সম্প্রতি সিঙ্গাপুরে তিন দফায় তার চিকিৎসা করা হয়। পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার সম্প্রতি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি সুস্থ আছেন।

এরশাদ নির্বাচন করবেন : হাওলাদার

অসুস্থতার কারণে এইচ এম এরশাদ নির্বাচনে অংশ নেবেন কিনা— এ নিয়ে জনমনের শঙ্কা দূর করলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, এইচ এম এরশাদ ভোটে থাকছেন। শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এরশাদ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। তিনি বলেন, ‘এরশাদ প্রার্থী হয়েছেন। আমরা তার নির্বাচন করছি। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। পার্টির চেয়ারম্যান নির্বাচন পরিচালনা করছেন, সময়মতো মানুষের কাছে যাবেন।’ জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্যের খবরকে ‘অসত্য’, ‘বানোয়াট’ ও ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বঞ্চিতরা আহত হবেন, ব্যথিত হবেন সেটাই স্বাভাবিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর