রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন না হলে পরিণতি হবে ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন না হলে পরিণতি হবে ভয়াবহ

দশম জাতীয় সংসদ নির্বাচনে অনেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া দরকার। এই নির্বাচন যদি না হয় তবে ভয়াবহ পরিণতি হতে পারে বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ‘জাতীয় নির্বাচন : গুজব সহিংসতা প্রতিরোধে সম্প্রচার মাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ‘মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট ও এসএটিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশাহর সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, জিটিভি ও সারাবাংলা.নেটের সিও ও বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, ইনডিপেন্ডেন্ট টিভির সিএনই আশীষ সৈকত, এসএটিভির সিএনই ফেরদৌস মামুন, চ্যানেল ২৪-এর বার্তা প্রধান রাহুল রাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সুজন সম্পাদক বলেন, গণতন্ত্র হচ্ছে ইচ্ছার প্রতিফলন। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় যদি মতামতের প্রতিফলন না ঘটে, আবারও যদি আমাদের তরুণরা ভোটাধিকার বঞ্চিত হয়; তাহলে তারা হাল ছেড়ে দিতে পারে, হতাশ হতে পারে, আস্থা হারিয়ে ফেলতে পারে। তরুণরা যদি আস্থাহীন হয় তবে ভিন্ন পথ বেছে নিতে পারে। যা অত্যন্ত বিপদ, ভয়ানক, কখনো নৃশংসও বটে। তাই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হওয়া, কার্যকর হওয়া এবং গণতান্ত্রিক ব্যবস্থার হাতে সমস্যার সমাধান হওয়া জরুরি। তা না হলে আমাদের ভয়ানক পরিণতি বরণ করতে হতে পারে। সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন, ফলাফল এবং মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে গুজব রটানো কিংবা অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর