রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আইন ফলো করুন, প্রশ্নবিদ্ধ হবো না

নিজস্ব প্রতিবেদক

আইন ফলো করুন, প্রশ্নবিদ্ধ হবো না

ভোট কেন্দ্রের গোপন কক্ষে ভোট দেওয়ার যে বিধান রয়েছে তা যেন কেউ অমান্য না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। গতকাল ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষকদের এক কর্মশালায় তিনি এসব কথ বলেন। তিনি বলেন, আইন ফলো করলে আমরা প্রশ্নবিদ্ধ হবো না। রফিকুল ইসলাম বলেন, যদি আপনারা কাউকে ব্যালটটা দিয়ে দিলেন, গোপন কক্ষে না গিয়ে সে প্রকাশ্যে ভোট  দিল। সে বলতেই পারে, তার ভোট সে দেবে-প্রকাশ্যে দিক আর গোপনে দিক। এটা আপনারা করতে দেবেন না। আপনাদের প্রশিক্ষণার্থীদেরও বলে দেবেন... এ ধরনের কর্মকাণ্ড বেআইনি, এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। ভোটারকে শনাক্ত করে তবেই তার হাতে ব্যালট দেওয়ার তাগিদ দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাকে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার ইস্যু করবেন না। রফিকুল ইসলাম বলেন, আপনাদের কাছে ছবিসহ ভোটার তালিকা আছে। আপনারা যদি ঠিকমতো চিহ্নিত করতে পারেন, যদি এজেন্টরা আপনাদের সহায়তা করেন, তাহলে একজনের ভোট আরেকজন দিতে পারবে না। একজন ভোটারের ভোট বেআইনিভাবে অন্য কেউ দিয়ে দিলেও তার যে ভোট দেওয়ার বিধান আইনে আছে- সে কথা মনে করিয়ে দেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, কোনো ভোটার যদি সত্যিকারের ভোটার হয়ে থাকেন, তার ভোট অন্য কেউ দিয়ে থাকলে- তাকে কোনো প্রশ্ন ছাড়াই ভোট দিতে দিন। জাস্ট অ্যালাউ হিম উইদাউট অ্যানি কোশ্চেন। আপনারা যদি আইনটাকে ফলো করেন, তাহলে আমরা প্রশ্নবিদ্ধ হব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর