শিরোনাম
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাই সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার

মানিক মুনতাসির

চাই সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার

ড. হোসেন জিল্লুর রহমান

বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন  জিল্লুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহারে আর্থিক খাত, প্রশাসন, বিচারব্যবস্থা এমনকি রাজনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে রাজনৈতিক দলগুলোকে। একাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারের বিষয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের দারিদ্র্য যে হারে কমছে সে হারে ধনী-গরিরের বৈষম্য কমছে না। বরং এটা আরও বাড়ছে প্রতিনিয়তই। এখনো দেশের তিন কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এ ছাড়া ধনীরা প্রতিদিনই ধনী হচ্ছে। আর দরিদ্রদের ভাগ্যের পরিবর্তন সে হারে হচ্ছে না। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছাচ্ছে না। উচ্চতর প্রবৃদ্ধি ধরে রেখে এর সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর কর্মসংস্থানহীন প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে আসতে হবে। ইশতেহারে রাজনীতির মতো অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর এর জন্য সব ক্ষেত্রেই সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করতে হবে প্রতিটি রাজনৈতিক দলকে। শুধু তাই নয়, নির্বাচন-পরবর্তী যারাই সরকার গঠন করুক তাদের ইশতেহার অনুযায়ী দেশ চালাতে হবে। নির্বাচনের পর ইশতেহারের অঙ্গীকার ভুলে যাওয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আর্থিক খাতের দুর্নীতি কমানোর ঘোষণা থাকতে হবে। গত কয়েক বছরে ব্যাংকগুলোসহ সমগ্র আর্থিক খাতকে রাজনৈতিকীকরণ করা হয়েছে। এ জায়গা থেকে বেরিয়ে এসে রাজনীতি আর অর্থনীতি দুটোকে আলাদাভাবে চলতে দেওয়ার অঙ্গীকার করতে হবে। অর্থনীতির রাজনৈতিকীকরণ দেশের সামগ্রিক উন্নয়নের অন্তরায়। সে জায়গা থেকে বেরিয় আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি তাগিদ দিয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। দেশবরেণ্য এই অর্থনীতিবিদ বলেন, কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা থাকতে হবে; যার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা যাবে। শ্রমবাজারের উন্নয়ন ঘটাতে হবে। তরুণরা যেন আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত হয় সে ব্যবস্থা করতে হবে। এজন্য তরুণ উদ্যোক্তাদের পুঁজিপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি জনশক্তির দক্ষতা বাড়াতে হবে। উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলে বহির্বিশ্বে পাঠাতে হবে। এর জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। আর তা নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে অঙ্গীকার করতে হবে বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর