শিরোনাম
মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ এখন পর্যন্ত নেই : মওদুদ

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের ইশারায় সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের পুলিশ এখনো গ্রেফতার করছে। নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ এখন পর্যন্ত নেই। নির্বাচনের পরিবেশ থাকলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জিতবে। তিনি বলেন, গ্রামে গ্রামে ধানের শীষের জোয়ার উঠেছে। এ জোয়ার ঠেকানো যাবে না।

মওদুদ আহমদ গতকাল দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিরাজপুর ইউনিয়নের মানিকপুরে তার গ্রামের বাড়িতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করছিলেন।

তিনি বলেন, যারা বিএনপির সঙ্গে জোটে আছে তাদের ৫০টি আসন দেওয়া হতে পারে। তবে জোটকে ঠিক কতটা আসন দেওয়া হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এখানে কম্প্রোমাইজ অ্যান্ড একোমোডেশান ইজ ভেরি ইম্পোর্ট্যান্ট। শেষ মুহূর্ত পর্যন্ত দেনদরবার হতে পারে। আমাদের দলের প্রার্থীর চেয়ে যদি জোটের প্রার্থীর গ্রহণযোগ্যতা বেশি হয়, তাহলে আমরা তাকে অগ্রাধিকার দেব। মওদুদ বলেন, সরকার চায়নি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সেজন্য সরকার এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যারা বিরোধী দলের নির্বাচনী এজেন্ট হতে পারে তেমন নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করছে। বাড়ি-ঘরে থাকতে দিচ্ছে না। বিএনপি নেতা বলেন, বহুলোকের প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করছে। এর প্রতিকারে আমরা অবশ্যই আইনি ব্যবস্থা নেব। বিকালে মওদুদ আহমদ তার নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট, রামপুর ইউনিয়নের বামনী বাজার, মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার, রংমালা বাজার, চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় গণসংযোগ করেন।

সর্বশেষ খবর