বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

আসন ভিত্তিক সমন্বয় কমিটি করবে ঐক্যফ্রন্টের

গ্রেফতার উপেক্ষা করে ভোটে থাকব : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এই কমিটি ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্টের একক প্রার্থীর পক্ষে কাজ করবে। গতকাল বিকালে কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির যৌথসভা শেষে সমন্বয় কমিটির প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘৮ ডিসেম্বরের পর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের একটি প্রতীকই ধানের শীষ দেওয়া হবে। আমরা সবাই মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করে দেশে একটি  নতুন বিপ্লব ঘটাতে চাই। তিনি বলেন, এজন্য একক প্রার্থীর পক্ষে কাজ করতে সারা দেশে আসনভিত্তিক ফ্রন্টের সমন্বয় কমিটি গঠনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সমন্বয় কমিটির মাধ্যমে ভোট হবে। বরকতউল্লা বুলু জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই অর্থাৎ শিগগিরই এই কমিটি গঠন করা হবে। প্রতিটি  জেলায় এ বিষয়ে চিঠি আমরা পাঠিয়ে দিয়েছি আসনভিত্তিক দ্রুত কমিটি করতে। এবার ভোটের স্লোগান হচ্ছে, ‘আপনার একটি  ভোটে  দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হতে পারে। আপনার একটি ভোটে দেশে গণতন্ত্র ফিরে আসতে পারে। পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষে ভোট দিব।’ আমরা বিশ্বাস করি, এই তিনটি স্লোগান নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়লে ইনশা আল্লাহ বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে মুক্তি পাবেই। পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় প্রীতম-জামান টাওয়ারে এ যৌথ সভা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফ্রন্টের সমন্বয় কমিটির সদস্য আবদুস সালামের সভাপতিত্বে বৈঠকে কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা, গণফোরামের শফিক উল্লাহ, রফিকুল ইসলাম পথিক, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, জনদলের গোলাম মওলা চৌধুরী, বিকল্পধারার শাহ আহমেদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রেফতার নির্যাতন উপেক্ষা করে নির্বাচনে থাকব : গ্রেফতার নির্যাতন উপেক্ষা করে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, তফসিল ঘোষণার পরও সরকার গ্রেফতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। এখনো ভোটের সমান মাঠ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। নইলে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। জোট ও ঐক্যফ্রন্টের আসন বণ্টন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দুই একদিনের মধ্যেই জাতীয় ঐক্যফ্রন্ট ও জোটের আসন বণ্টন চূড়ান্ত হবে। এ সময় তিনি জানান, খুব শিগগিরই দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মনোনয়ন বাণিজ্যে রেকর্ড করেছে বিএনপি— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মনোনয়ন বাণিজ্যে আওয়ামী লীগের অভিজ্ঞতা ভালো। এ নিয়ে তাদের শরিক দলের নেতার পদও গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর