শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পীরগঞ্জ থেকে নির্বাচন করছেন না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে এবার নির্বাচন করছেন না আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনে নির্বাচন করবেন বর্তমান এমপি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ২৭ নভেম্বর সহকারী রিটার্নিং অফিসার ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এ মমিনের কাছে প্রথমে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এবং পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার নিজের মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে তাদের দুজনের মনোনয়নপত্র বৈধ হয়। এতদিন নেতা-কর্মীদের মধ্যে কৌতূহল ছিল এবার পীরগঞ্জের পুত্রবধূ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বর্তমান এমপি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে নৌকা নিয়ে লড়ছেন। নেতা-কর্মীদের কৌতূহলের সব কিছুর অবসান হয়েছে গতকাল। নির্বাচনী এলাকার সর্বস্তরের নেতা-কর্মী এবং জেলার নেতাদের গণভবনে ডাকা হয়। তাদের সামনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্পিকারের হাতে নৌকার চিঠি তুলে দিয়ে বলেন, আপনাদের এমপি শিরীন শারমিন চৌধুরী আমার মেয়ে। তাকে আপনাদের হাতে তুলে দিলাম। নৌকায় ভোট দিয়ে বিজয়ী করুন। এ সময় উপস্থিত নেতারা বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন বকুল, পীরগঞ্জের সাবেক এমপি নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শামীম, স্থানীয় জাসদ সভাপতি মীর মামুনুর রশিদ, জাতীয় পার্টির সভাপতি নূরে আলম বাচ্চু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিক রনি উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর