শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সকালে ঘোষণা সন্ধ্যায় জনসভা স্থগিত করল ঐক্যফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

সকালে ঘোষণা দিয়ে সন্ধ্যায় জনসভা কর্মসূচি স্থগিত করল জাতীয় ঐক্যফ্রন্ট। সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১০ ডিসেম্বর আমাদের জনসভা স্থগিত করা হয়েছে। এর আগে সকালে রিজভী আহমেদ বলেন, ‘১০ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে জনসভা হবে। জনসভার অনুমতির জন্য আমরা ইতিমধ্যে পুলিশ কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। আশা করছি, ১০ ডিসম্বের ফ্রন্টের এই জনসভা সফল ও সার্থক হবে।’

দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মনির হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সরকার ও নির্বাচন কমিশন ‘একতরফা’ নির্বাচনের আয়োজন করছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। একতরফাভাবে ক্ষমতাসীনরা প্রচার-প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর, ফেনী, যশোর, খুলনা, গাজীপুর, পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার গ্রেফতার বিএনপি নেতা-কর্মীদের তালিকা তুলে ধরে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান রিজভী। বিভিন্ন জেলায় ‘আওয়ামী লীগ সমর্থক’ কর্মকর্তাদের অপসারণের দাবিও জানান বিএনপির এই নেতা।

সর্বশেষ খবর