শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সামনে আরও বড় সম্ভাবনা

কুমিল্লা প্রতিনিধি

সামনে আরও বড় সম্ভাবনা

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত। গত ১০ বছর তার দৃঢ় নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার ছিল। আবার যদি নির্বাচনের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সামনে আরও বড় সম্ভাবনা অপেক্ষমাণ থাকবে। গতকাল কুমিল্লার লালমাই উপজেলার আমুয়ার এক সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এরই মধ্যে ঘোষণা দিয়েছেন— আগামী তিন বছরের মধ্যে প্রবৃদ্ধি অর্জিত হবে ১০ ভাগের কাছাকাছি। আমরা যদি ১০ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পারি তাহলে উন্নয়নের হাত ধরে আমাদের দারিদ্র্যের হার অনেক কমে যাবে, শিক্ষার আরও উন্নতি হবে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখন আমাদের লক্ষ্য প্রতি বছর ৪০ থেকে ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা। এটি সৃষ্টি হবে শুধু ফরমাল খাতে। পাশাপাশি আমরা প্রতিষ্ঠা করছি ১০০টি স্পেশাল ইকোনমিক জোন। এগুলোর বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান অত্যন্ত গতিশীল হবে। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার জন্য দরকার এই সরকারের ধারাবাহিকতা রক্ষা করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর