সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দুই জোটের প্রচার - প্রচারণা

বিক্ষোভের মাধ্যমে প্রচারণা শুরু করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি নির্বাচনী এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভের মাধ্যমে আজ নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের (ধানের শীষ) প্রতীক বরাদ্দ পাওয়ার পর ৩০০ আসনের সব প্রার্থী নিজ নিজ এলাকায় বিকালে একযোগে মিছিলের মাধ্যমে এ কর্মসূচি পালন করবেন। কয়েক দিন আগে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ কর্মসূচি নির্ধারণ করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয়ক বরকতউল্লাহ বুলু এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা পূর্বনির্ধারিত কর্মসূচি আমাদের। সারা দেশে বিএনপিসহ জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী তাদের স্ব স্ব এলাকায় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মিছিলের মাধ্যমে তাদের প্রচারণা শুরু করবেন। সংশ্লিষ্ট সব প্রার্থীকে তাদের যার যার এলাকায় এ কর্মসূচি সফলভাবে পালন করার জন্য আহ্বান জানান বরকতউল্লাহ বুলু। এদিকে গত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকেও আজ বিকালে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। এ সম্পর্কে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবেই আমরা এ নির্বাচনে অংশ নিচ্ছি।

ঢাকা-৬ আসনের প্রার্থী, গণফোরামের কার্যকরী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের সম্মিলিত কর্মসূচি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর