সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রার্থিতা পেতে হাই কোর্টে খালেদাসহ ২৮ জন

আরাফাত মুন্না

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই প্রক্রিয়ায় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা যারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেও সাড়া পাননি, তারা এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ইসিতে আপিল খারিজ হওয়া ২৮ জন প্রার্থী হাই কোর্টে রিট করেছেন। যাদের মধ্যে ১৯ জনের রিট আবেদন শুনানি শেষে ১১ জনের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। খারিজ হয়েছে চার প্রার্থীর আবেদন। আর চার প্রার্থীর আবেদন শুনানি শেষে আজ আদেশের জন্য দিন ঠিক করেছে হাই কোর্ট। ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেছেন তার আইনজীবীরা। এ আবেদনের ওপর শুনানির জন্য আজ দিন ঠিক করেছে হাই কোর্ট। এদিকে জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, মমতাজ হোসাইন, এস এম মুজিবুর রহমান, রশিদুল ইসলামের রিট আবেদনেরও আজ শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।

হাই কোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ১১ জন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাই কোর্টে রিট করে ১১ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলেছে। যাদের মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেছে হাই কোর্টের পৃথক বেঞ্চ। গতকাল প্রার্থীদের রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাই কোর্ট বেঞ্চ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত নিয়ে রুল জারি করে তাদের মনোনয়ন গ্রহণের নির্দেশ দেয়। অপরদিকে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাই কোর্ট বেঞ্চ ৯ প্রার্থীর মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন। নির্বাচনে অংশ নিতে যাদের বাধা কাটল তারা হলেন— নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও দিনাজপুর সদরের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৩ আসনে উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক, পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী পঞ্চগড় সদরের মেয়র তৌহিদুল ইসলাম, বগুড়া-৭ আসনের বিএনপির প্রার্থী শাহজাহান উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, বগুড়া-৩ আসনে বিএনপির আবদুল মুহিত তালুকদার, কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, টাঙ্গাইল-৮ আসনের জাতীয় পার্টি প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ-৪ আসনে স্বতস্ত্র প্রার্থী আফজাল হোসেন (স্বতন্ত্র) এবং এ কে এম মাহফুজুর রহমান (আসনের খোঁজ পাওয়া যায়নি)। চারজনের রিট খারিজ : ৪ প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাই কোর্ট। তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, মো. আক্তার হোসেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও সৈয়দ শহিদুল হক জামাল (আসন পাওয়া যায়নি)। আলী আজগরের প্রার্থিতা স্থগিত : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী আজগরের বিরুদ্ধে রিট করেছে ফারমার্স ব্যাংক। এ রিটের শুনানি নিয়ে হাই কোর্ট তার মনোনয়নপত্র স্থগিত করে রুল জারি করেছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে আলী আজগর নির্বাচনের অযোগ্য হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। তিন প্রার্থীর বিষয়ে আদেশ আজ : নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিটকারী তিন প্রার্থীর বিষয়ে আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক করেছে হাই কোর্ট। তারা হলেন— বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও আবদুল ওয়াদুদ ভূইয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর