শিরোনাম
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সর্বকালের সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক

সর্বকালের সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন

চলতি অর্থবছরের গত পাঁচ মাসে সর্বকালের সর্বোচ্চ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এ বছর এডিপি পূর্ণমাত্রায় বাস্তবায়নে সার্থক হব।

গতকাল রাজধানীর শেরেবাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ২০ দশমিক ১৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। আইএমইডির হিসাব অনুযায়ী, গত জুলাই-নভেম্বর সময়ে ৩৬ হাজার ৪৩৮ কোটি টাকা খরচ হয়েছে। গতবার একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৯৯৭ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যয়সহ চলতি অর্থবছরে মোট এডিপির আকার ১ লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ হতে পারে। তিনি বলেন, ‘এ বছর দীর্ঘদিনের ছয়ের বৃত্ত ভেঙে আটের ঘরে ঢুকব। ২০২১ সালের মধ্যে ১০ শতাংশ প্রবৃদ্ধি পৌঁছাবে বলে আশা করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর