বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালের মাজার থেকে ঐক্যফ্রন্টের প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক

শাহজালালের মাজার থেকে ঐক্যফ্রন্টের প্রচার শুরু

সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ দুপুরে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট যাবেন। সেখানে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) ও  মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক  জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত করবেন। এরপর ঐক্যফ্রন্টের নেতারা ওই এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করবেন। পর্যায়ক্রমে সড়কপথে সারা দেশে প্রচার চালাবে জাতীয় ঐক্যফ্রন্ট। এদিকে গতকাল ঠাকুরগাঁওয়ে প্রচারণার শুরুতেই বাধার মুখে পড়েন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি বগুড়া-৬ আসনে নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আজ বুধবার সিলেটে হযরত শাহ জালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করব। সব সময় তাই করা হয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও তাই করতেন। আমরাও সেটা করব ইনশা আল্লাহ।’ এদিকে ঐক্যফ্রন্ট ছাড়াও পৃথকভাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষে আরেকটি নির্বাচন পরিচালনা টিম গঠন করা হচ্ছে। সংসদীয় এলাকাগুলোতে দুই জোটের পক্ষ থেকেই পৃথকভাবে প্রচারণা চালানো হবে। এতে অংশ নেবেন উভয়জোটের কেন্দ্রীয় নেতারা। এদিকে আসন্ন ভোটকে সামনে রেখে বিএনপির হেভিওয়েট ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে ১৮টি উপকমিটি গঠন করা হয়েছে। শিগগিরই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ও পদবি ঘোষণা দেওয়া হতে পারে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,  জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বেলা দেড়টার ফ্লাইটে সিলেট যাবেন। বিজয় শোভাযাত্রা করবে ঐক্যফ্রন্ট : বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিকালে ঢাকায় বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা জাতীয় ঐক্যফ্রন্টের একটা সভা করে দুটি বিষয় সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উপযাপন করব।

সর্বশেষ খবর