বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
শাহজালালের মাজার জিয়ারত ড. কামালের

ভোট বর্জনের প্রশ্নই আসে না

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভোট বর্জনের প্রশ্নই আসে না

গতকাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আছে। শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। নির্বাচন বর্জনের প্রশ্নই ওঠে না। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ঐক্যফ্রন্ট মাঠ ছাড়বে না। জনগণকে দেশের মালিক উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে জনগণ দেশের মালিক থাকে না। বাড়ির মালিক যেমন সম্পত্তি রক্ষা করেন, তেমনি জনগণকেও ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা রক্ষা করতে হবে। এ জন্যই ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১০ কোটি ভোটার রয়েছেন। তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট না দিলে দেশের মালিকানা রক্ষা হবে না। নির্বাচনের দিন ভোরে নামাজ পড়েই ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট দিয়ে কেন্দ্রও পাহারা দিতে হবে। ভোট কেন্দ্রে যাতে ‘দুই নম্বরী’ কিছু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশে ড. কামাল বলেন, ‘আমরা ঐক্যফ্রন্ট করেছি। ঐক্যবদ্ধ থাকলে সরকার অসৎ উদ্দেশ্য হাসিল করতে পারবে না। ইতিহাস বলছে, জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখনই দাবি আদায় করতে পেরেছে। বর্তমান সরকারের অসৎ উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। তাদের অসৎ উদ্দেশ্য ব্যর্থ করতে সবাইকে সজাগ থাকতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটের পরিবেশ আদায় করে নিতে হবে।’ স্বল্প সময়ে ঐক্যফ্রন্ট মানুষের মধ্যে অসাধারণ সাড়া ফেলেছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট খুব কম সময়ে অভাবনীয় সাড়া পেয়েছে। দেশের সর্বস্তরের মানুষ ঐক্যফ্রন্টের পক্ষেই আছে। নির্বাচনে তারা ঐক্যফ্রন্টের প্রার্থীদের পক্ষেই রায় দেবেন। নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই দাবি করে ড. কামাল বলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। কমিশন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও তা পালন করছে না। গতকাল বিকাল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. কামাল হোসেন। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত ও সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সমর্থনে গণসংযোগ করেন। সিলেট সফরকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে ঐক্যফ্রন্ট নেতারা জনসভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত পথসভার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা।

সর্বশেষ খবর