শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রশ্নে দলীয় পার্লামেন্ট সদস্যদের আস্থা ভোটে উের গেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। সূত্র : বিবিসি ও রয়টার্স। বুধবার রাতে এই ভোটাভুটিতে ৬৩ শতাংশ কনজারভেটিভ এমপির সমর্থন পাওয়ায় আগামী এক বছর দলের নেতৃত্বে মেকে আর কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না। কনজারভেটিভ পার্টির এমপিদের মধ্যে ২০০ জন তার পক্ষে ভোট দিলেও ১১৭ জন জানিয়ে দিয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়নে ব্রিটেনের নেতা হিসেবে তারা আর তেরেসা মেকে সঠিক ব্যক্তি বলে মনে করতে পারছেন না। দলে এই আস্থা ভোটে হেরে গেলে তেরেসা মেকে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে সরে যেতে হতো, সেই সঙ্গে হারাতে হতো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে গণভোটের পর ২০১৬ সালে কনজারভেটিভ পার্টির প্রধান হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন মে।

সর্বশেষ খবর