শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ জয় টাইগারদের

মেজবাহ্-উল-হক

ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ জয় টাইগারদের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেকে বাংলাদেশের হারে আশাহত হয়েছিল সিলেটবাসী। এবার সিরিজ জিতে সেই ভেন্যুর ওয়ানডে অভিষেককে রাঙিয়ে দিলেন টাইগাররা। গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ২৪তম ওয়ানডে সিরিজে জয় করল বাংলাদেশ। তবে ক্যারিবীয়দের বিরুদ্ধে এটি মাশরাফিদের চতুর্থ সিরিজ জয়। এক সময় বাংলাদেশকে বলে কয়ে হারিয়ে দিত ক্যারিবীয়রা, এখন সেই হিসাবটা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছেন টাইগাররা! টেস্টে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজে ২-১-এ জয়। তবে  ব্যবধানটা ৩-০ই হতে পারত যদি না সিরিজের দ্বিতীয় ম্যাচটি একের পর এক ভুল করে ওয়েস্ট ইন্ডিজকে উপহার দিত লাল-সবুজরা! ওই এক ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচে (টেস্ট ও ওয়ানডে) বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি এই উইন্ডিজ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা জয় তুলে নিয়েছিল ৮৯ বল আগেই, গতকাল জয় নিশ্চিত হয় ৬৭ বল আগে। এ ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। আর বল হাতে জাদু দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সৌম্য পাঁচ ছক্কা ও পাঁচ চারে ৮১ বলে খেলেছেন ৮০ রানেই সাইক্লোন ইনিংস। আর তামিমের ব্যাট থেকে এসেছে ৮১ রানের অপরাজিত এক ইনিংস। উদ্বোধনী জুটিতে তামিম-লিটনের ৪৫ রান এবং দ্বিতীয় জুটিতে সৌম্যর সঙ্গে তামিমের ১৩১। এই জুটিতেই জয় হাতের নাগালে এসে যায়। তিন ওপেনারই (সৌম্য ওয়ানডাউনে খেলেছেন) বাংলাদেশকে নিরাপদে পৌঁছে দেন! কাল টাইগার-বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে মাত্র ১৯৮ রানেই আটকে যায় ক্যারিবীয়রা। মজার বিষয় হচ্ছে, উইন্ডিজের ওপেনার সাই হোপ একাই খেলেছেন অপরাজিত ১০৮ রানের ক্যারিশম্যাটিক এক ইনিংস, অথচ বাকি ব্যাটসম্যানদের কেউ ব্যক্তিগত স্কোরে বিশ রানও যোগ করতে পারেননি। মিরাজ মাত্র ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তবে টানা দুই ম্যাচে দুই অপরাজিত সেঞ্চুরির জন্য সিরিজ সেরা হয়েছেন হোপ। সিরিজে ক্যারিবীয়দের জন্য এটাই একমাত্র সান্ত্বনা।

গতকাল ওয়ানডে সিরিজ জয়ের পর জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সর্বশেষ খবর