রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ

বিএনপি মহাসচিব ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনী দায়িত্বে মোতায়েনের জোর দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সরকারের নির্দেশনা ছাড়া কোনো কাজ করতে পারছে না। তারা ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। তারা সব দলের জন্য নির্বাচনী সমতল ভূমি তৈরি করতে পারেনি। তিনি গতকাল বগুড়া শহরের পৌর পার্কের উডবার্ন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট মনোনীত জেলার ৭টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের  নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া-১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের আবদুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনের আলহাজ মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৭ আসনের মোর্শেদ মিলটন। তবে  বগুড়া-২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ঢাকায় অবস্থানের কারণে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, মাফতুন আহমেদ খান রুবেল, সিপার আল বখতিয়ার, মোশাররফ হোসেন চোধুরী, হামিদুল হক চৌধুরী হিরু, পরিমল চন্দ্র দাস, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, শাহাবুল আলম পিপলু, আবু হাসান প্রমুখ। মির্জা ফখরুল বলেন, বগুড়া হচ্ছে আপসহীন নেত্রী বেগম  খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের এলাকা।

সর্বশেষ খবর