শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটে জনগণকে জাগিয়ে তুলতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ভোটে ‘জনগণকে জাগিয়ে তুলতে’ পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণের ইচ্ছা-অনিচ্ছা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সব চেষ্টা করছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, মানুষকে জাগিয়ে তোলা। এই রাষ্ট্র জনগণের। প্রতিরোধও তাদেরই করতে হবে। গতকাল বিকালে দলের সমর্থিত পেশাজীবীদের এক মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। পেশাজীবী নেতাদের মধ্যে ছিলেন সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, মাহফুজউল্লাহ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক এ কে এম আজিজুল হক, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক বোরহান উদ্দিন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোট নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব ব্যর্থ করতে হবে জনগণকে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের জাতীয়তাবাদী রাজনীতির অতন্দ্র প্রহরী দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী লড়াই-সংগ্রাম করতে থাকি শেষ পর্যন্ত। মানুষের চোখের যে ভাষা আমরা দেখেছি, মানুষের মধ্যে যে আকুতি আমরা দেখেছি তাতে এই নির্বাচনে অবশ্যই আমরা জয়ী হব ইনশাআল্লাহ।’

ভুয়া ব্যালট পেপার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ‘সরকারের আরেকটি অপকর্মের আগাম ঘোষণা’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যা করবেন তা উনি আগেই বলে দেন। চোরাই ব্যালট ছাপানো। ব্যালট তো ছাপাবেন আপনারা। কারণ, ব্যালট ছাপানোর অধিকার আপনাদের। আর ছাপানো হয়েও গেছে। আমরা আসল ব্যালট দিয়ে ভোট দিতে চাই। সেই ব্যালট তো নিতে দিচ্ছেন না। এই কথা বলে জনগণকে বিভ্রান্ত করে আরেকটা অপকর্ম করার যে একটা আগাম ঘোষণা দিয়েছেন সেজন্য আপনাকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ।’

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ। তাদের কোনো ক্ষমতা নেই। আমরা তাদের সঙ্গে আড়াই ঘণ্টা কথা বলেছি। তারা চুপ করে থাকেন, কোনো উত্তরই দেন না। তাদের ক্ষমতা আছে বলে মনে হয় না। এর মধ্যেই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

সর্বশেষ খবর