রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পারল না টাইগাররা

মেজবাহ্-উল-হক

মাত্র ১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন বাংলাদেশের সেরা তিন ব্যাটসম্যান। ৬৫ রানের মাথায় সৌম্য সরকার ও সাকিব আল হাসান এবং ৬৬ রানে বিদায় নেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। তারপর ১৪০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ৫০ রানে হেরে যায় বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজও হাতছাড়া হয়ে যায় টাইগারদের। মাত্র ৩৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এভিন লুইস। আর সিরিজ সেরা টাইগার দলপতি সাকিব আল হাসান।

কাল মিরপুরে ১৯১ রানের টার্গেটে খেলতে নেমে স্বাগতিকদের শুরুটা ভালোই হয়েছিল। গতকালও শুরুতেই ঝড় তুলেছিলেন লিটন দাস। প্রথম চার ওভারে এক উইকেট হারিয়ে ৬২ রান করেছিল বাংলাদেশ। এরপর এক দমকা হাওয়ায় সব শেষ হয়ে যায়। একের পর এক শট বলে উইকেট বিলিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অযথাই শট খেলতে গিয়ে আউট হয়েছেন সাকিবরা। একমাত্র লিটন ছাড়া টপ অর্ডারের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা ছুতে পারেননি। তামিম ৮, সাকিব ০, মুশফিক ১, সৌম্য ৯। যে সিনিয়রদের ব্যাটে ভর করে সামপ্রতিক বাংলাদেশের ক্রিকেটের উন্নতি, তারা গতকাল একসঙ্গে ব্যর্থ। তবে টাইগারদের ছন্দপতনের পেছনে আম্পায়ার তানভীর আহমেদও কম দায়ী নন! গতকাল বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। কিন্তু নো বল ডাকেন আম্পায়ার তানভীর। রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বলটি নো ছিল না। এমন সিদ্ধান্ত ক্যারিবীয়রা মানতে চায়নি। তারপর ১০মিনিট খেলা বন্ধ ছিল। যদিও শেষে ম্যাচ রেফারি জেফ ক্রো ঘটনাটি মীমাংসা করে দেন। কিন্তু এরপরই যেন ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। শুরু হয় উইকেট বিলিয়ে দেওয়ার উৎসব। তবে হারলেও গতকাল প্রশংসা পেতে পারেন বাংলাদেশের বোলাররা। যে ক্যারিবীয়রা মাত্র ৭.১ ওভারে এক উইকেটে দলীয় ১০০ রান পূরণ করে। এক সময় মনে হচ্ছিল অনায়াসেই আড়াইশো হয়ে যাবে। সেখানে উইন্ডিজকে ১৯০ রানেই আটকে দিয়েছে টাইগার বোলাররা। জাদুকরি বোলিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সেরা তিন উইকেট। ভয়ঙ্কর লুইসকে আউট করে খেলার গতি পাল্টে দেন। তারপর দুই হিটার শিমরন হেটমায়ার ও রোভম্যান পাওয়েলকে রানের গতি থামিয়ে দিয়েছিলেন। দারুণ বোলিং করেছেন সাকিব ও মুস্তাফিজও। তারাও তিনটি করে উইকেট নিয়েছেন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজও হাত ছাড়া হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর