রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যাম্পেইনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে

নিজস্ব প্রতিবেদক

ক্যাম্পেইনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে

ড. সা’দত হুসাইন

মন্ত্রিপরিষদের সাবেক সচিব ড. সা’দত হুসাইন বলেছেন, নির্বাচন কমিশন চাইলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কারাগারে আটক প্রার্থীদের প্যারোলে মুক্তি দিয়ে প্রচারণার সুযোগ করে দিতে পারে। আবার ৩০ ডিসেম্বর রাত ৮টায় তাদের পুনরায় কারাগারে ঢুকিয়ে দেবে। এটা কোনো কঠিন কাজ নয়। মা, বাবা, ভাই-বোনদের মৃত্যুতে যেভাবে আসামিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়, ঠিক সেভাবেই মুক্তি দেওয়া যেতে পারে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে সাবেক এই সচিব বলেন, ওরা যখন ক্যাম্পেইন করবেন তখন তাদের চারপাশে পুলিশ প্রহরা থাকবে। তারা ক্যাম্পেইন ছাড়া অন্য কিছু করতে পারবেন না। কোনো বাসাবাড়িতে সভা করতে চাইলে সেখানে পুলিশ থাকবে। তারা যেখানে ঘুমাবেন সেখানেও পুলিশ থাকবে। সা’দত হুসাইন বলেন, ক্যাম্পেইন শেষে চাইলে সরকারি ডাকবাংলো বা জেলা পরিষদের রেস্ট হাউসে বা নিকটবর্তী কোনো কারাগারে তাদের রাখতে পারে। আবার সকালে বের করে প্রচার কাজে অংশ নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত এ সুযোগ দেওয়া যেতে পারে কারান্তরীণ প্রার্থীদের। ওই দিন রাত ৮টার পর তাদের পুনরায় কারাগারে ঢুকিয়ে দেবে। আর তাদের মামলা নিয়ম মতোই চলবে।

সর্বশেষ খবর