মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংঘর্ষে খাগড়াছড়িতে নিহত ২

লক্ষ্মীপুর শরীয়তপুরে বিএনপি প্রার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে গতকালও গোলাগুলি, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার খবর আসার পর গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালীতে নিজের নির্বাচনী প্রচারণার দুটি গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে নিজেকে গণসংযোগ থেকে প্রত্যাহার করেছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে কয়েকটি স্থানে আওয়ামী লীগের গণসংযোগ ও নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বিএনপিকে দায়ী করেছে আওয়ামী লীগ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

খাগড়াছড়ি : বিডিনিউজ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলার খবর আসার পর গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম জানান, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে পুজগাং নিচেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্থানীয় লোগানবাজারের চা-দোকানি চিক্য চাকমা (৩২) ইউপিডিএফ কর্মী হিসেবে পরিচিত। আর সোহেল রানা (৩০) ওই এলাকায় শ্রমিকের কাজ করেন। তার বাড়ি চট্টগ্রামের দোহাজারীতে। ওসি নূরুল আলম বলেন, ‘সিংহ মার্কা স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে সকালে হামলার খবর আসে। এর কিছুক্ষণ পর উত্তেজনা ছড়িয়ে পড়লে গোলাগুলিতে দুজন মারা যান।’ শরীয়তপুর : শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) আসনের বিএনপি প্রার্থীর মিছিলে হামলা করা হয়েছে। এতে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু আহত হয়েছেন। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে গোসাইরহাট উপজেলার পট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপির আরও ২৫ কর্মী-সমর্থক আহত হন। আহত নুরুদ্দিন আহম্মেদকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। শরীয়তপুর মহিলা দলের আহ্বায়ক আসমাউল হুসনা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। হামলায় আমাদের প্রার্থীসহ ২৬ জন আহত হয়েছেন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ কয়েকটি গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এ্যানীসহ উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ২০ জন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ধানের শীষের গণসংযোগ করার সময় ঘটনাস্থলে তার প্রচারণায় বাধা দেয় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ। এ্যানী তার ওপর অতর্কিত হামলার বর্ণনা দিয়ে বলেন, পুলিশের উপস্থিতিতে এ হামলা হয়েছে। নোয়াখালী : জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী প্রচারণার দুটি গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায়। তিনি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ বলেন, সকালে কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের লোকজন। এ সময় তারা তার পাঁচ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করে বলে জানান তিনি। বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছেন। কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এ ঘটনায় গাড়ির গ্লাস ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন। পরে দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, ‘আমার নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে আমি গণসংযোগের কর্মসূচি থেকে নিজেকে প্রত্যাহার করলাম। আমার এ ছাড়া কোনো বিকল্প নেই।’ এদিকে ব্যারিস্টার মওদুদের অভিযোগের প্রতিবাদে দলের উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। ঢাকা : ঢাকা-৪ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ভাগ্নে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোমিন উল্লাহ মুকুলকে গ্রেফতারের দুই দিন পরও আদালতে হাজির না করায় উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার। এ নিয়ে সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনী সমন্বয়কারী তানভীর আহমেদ রবিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শনিবার রাজধানীর পান্থপথ থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। গ্রেফতারের ৪৮ ঘণ্টা পরও মোমিনকে গ্রেফতার না দেখানোয় আমরা আতঙ্কিত।’ তিনি বলেন, ‘তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তাকে বিচারের মুখোমুখি করতে আদালতে হাজির করা আইনের মধ্যে পড়ে। মোমিনকে অবিলম্বে আদালতে হাজির করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনী প্রচারকাজে থাকা বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এর মধ্যে ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদকে ধানের শীষ প্রার্থীর বাসার সামনে  থেকে  গ্রেফতার করে পুলিশ। ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী মিছিলে হামলা চালিয়ে ২৪ জন নেতা-কর্মীকে গুরুতর আহত করেছে দুষ্কৃতকারীরা। নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিঠু, শামীম ও সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুল হাসান বাবলুকে রবিবার মধ্যরাতে দক্ষিণখানের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রাজধানীর বাড্ডা এলাকায় ধানের শীষের গণসংযোগ করেন ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী শামীম আরা বেগম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসেনি। এত দিন ধানের শীষের সব পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নানা বাধার কারণে গণসংযোগ করা যায়নি। এখন আবার সব এলাকায় পোস্টারিং করা হবে। প্রচারের মাইক নামানো হবে। পাশাপাশি সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিভিন্ন শঙ্কার কথা জানিয়ে সাহায্য চাওয়া হবে। এ সময় জনগণের কাছে লিফলেট বিতরণ করে ভোট ও দোয়া চান তিনি। ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী এস এ সিদ্দিক সাজু গতকাল দারুস সালাম এলাকা থেকে বিশাল শোডাউন বের করেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তার এলাকায় এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। পোস্টার সাঁটাতে দিচ্ছে না আওয়ামী লীগ। প্রতিকূল পরিবেশেও তাদের কাজ করে যেতে হচ্ছে। শেরপুর : শেরপুর-১ সদর আসনের বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার গাড়িবহরে ভাঙচুর চালিয়ে ১০ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন, গতকাল বিকাল ৪টার দিকে সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকায় তিনি পাজেরো গাড়িতে মা, অন্যান্য স্বজন ও দলের নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগে বের হন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা গণসংযোগে বাধা দিয়ে তাদের গাড়িবহর ফিরিয়ে দেয়। তারা শান্তিপূর্ণভাবে গাড়িটি ঘুরিয়ে আসার সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা পেছন থেকে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে গাড়ির পেছনের ও দুই পাশের কাচ ভেঙে ফেলে এবং গাড়িতে বসা লোকজনের ওপর হামলা করে। এতে তার খালা ও ভাইসহ ১০ জন আহত হন। অন্যদিকে গণসংযোগে যাওয়ার সময় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে নৌকা প্রতীকের প্রার্থী আতিউর রহমান আতিকের মেয়ে ডা. শারমিন রহমান অমিকে বহন করা গাড়ি ভাঙচুরের পাল্টা অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করেছেন ডা. শারমিন রহমান অমি।

এদিকে জেলা রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাত ৮টার দিকে পিয়াংকাকে নিরাপত্তা দিয়েছে শেরপুর পুলিশ। শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানিয়েছেন, এখন থেকে ওই প্রার্থী পুলিশি নিরাপত্তা চাইলেই পুলিশ তার সঙ্গে থাকবে।

নাটোর : নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির প্রচারণায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় পাঁচজন আহত হয়েছে। এ সময় প্রাণ রক্ষায় সাবিনা ইয়াসমিন ছবি স্থানীয় একটি দোকানে আশ্রয় নিয়ে অবরুদ্ধ হয়ে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর নেতা-কর্মীরা পুলিশের সহায়তায় সাবিনা ইয়াসমিন ছবিকে উদ্ধার করেন। ধানের শীষের প্রার্থী ছবি জানান, বিকালে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগে বের হন। হুগোলবাড়িয়া ব্রিজ থেকে তেবাড়িয়া ধানহাটার দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় তিনি স্থানীয় একটি ওষুধের দোকানে ঢুকে অবস্থান নেন। হামলায় জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী, যুবদল কর্মী কামাল, রুবেল, সাগরসহ পাঁচজন আহত হন। এদিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের নেতা-কর্মীদের রাতভর সশস্ত্র মহুড়া ও ধানের শীষের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকিসহ মারধর ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে নাটোর সেনাক্যাম্পের অধিনায়ক বরাবর এক লিখিত চিঠি দিয়েছেন বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি।

বরিশাল : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে স্থানীয় আওয়ামী লীগ দাবি করেছে, এলাকাবাসী অবরোধ করলে সান্টু পিস্তল দিয়ে চার-পাঁচ রাউন্ড গুলি করেন। এতে আওয়ামী লীগ কর্মী দুলাল তালুকদার গুলিবিদ্ধসহ পাঁচ-ছয়জন আহত হন। গাজীপুর : গাজীপুর-৫ আসনের (কালীগঞ্জ) কারাবন্দী বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের স্ত্রী শম্পা হকের ওপর চার দিনের ব্যবধানে গতকাল ফের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তার বহরের তিনটি গাড়ি ভাঙচুর এবং গাড়ি থেকে সাত যুবদল ও ছাত্রদল কর্মীকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। দুপুরে কালীগঞ্জ শহরের ব্যাংকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শম্পা হককে সংজ্ঞাহীন অবস্থায় পুলিশ প্রহরায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী : নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী ড. আবদুল মঈন খান প্রচারণা চালানোর সময় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে। গতকাল দুপুরে জিনারদী ইউনিয়নের পারুলিয়া মোড়ে এ ঘটনা ঘটে। পরে মঈন খান ও তার ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথের কার্যালয়ে আশ্রয় নিতে গেলে মিল্টনের ওপর হামলা চালায় যুবলীগ-ছাত্রলীগ। হামলায় তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জামালপুর : জেলার সরিষাবাড়ীতে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। এ সময় বিএনপি সমর্থকদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও সাতটি মোটরসাইকেলে ভাঙচুর এবং দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাগেরহাট : বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাগেরহাট প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে তার আসনে নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে বলেছেন, গত দুই দিনে তার আসনে প্রতিপক্ষের হামলায় ৩০ জন নেতা-কর্মী আহতসহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রচার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকাল ৫টার দিকে গাবতলা এলাকায় নির্বাচনী প্রচার চলাকালে হামলা করে দুর্বৃৃত্তরা। চাঁদপুর : জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমকে পুলিশ আটক করার পর উত্তেজিত নেতা-কর্মী এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল দুপুরের দিকে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ও আওয়ামী লীগ প্রার্থী দীপু মনির বাসার মাঝামাঝি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাবনা : পাবনা-২ আসনে বিএনপির প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিবের গণসংযোগের সময় হামলা করেছে দুর্বৃত্তরা। এতে বিএনপি প্রার্থীর ভাইসহ তার অন্তত ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন। টাঙ্গাইল : টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী সংবাদ সম্মেলন করে হামলা-মামলা, হয়রানি এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকারদলীয় লোকজন বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া : প্রচারণায় পুলিশের বাধা, হামলা-ভাঙচুর, নির্বাচনী প্রচার অফিসে তালা এবং বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির তিন কর্মীকে আটক করেছে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন জানান, সোমবার রাত ৯টার পর কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি এলাকায় নির্বাচনী প্রচার চালানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের প্রতি মারমুখী হয়ে ওঠেন। পরে থানা থেকে আরও পুলিশ গেলে বিএনপি কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এ ব্যাপারে এ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ করেছে জেলা বিএনপি। গতকাল শহরের রথখোলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

হবিগঞ্জ : জেলার বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক ও আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হককে প্রত্যাহারের দাবি জানিয়েছেন হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। নড়াইল : নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগে যাওয়ার পথে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় জেলা বিএনপির দফতর সম্পাদক টিপু সুলতান, লক্ষ্মীপাশা ইউনিয়ন যুবদলের সদস্য রাকিব মণ্ডলসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঝিনাইদহ : ঝিনাইদহ-৪ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ তার নির্বাচনী কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, থানা পুলিশসহ প্রশাসনের লোকজন নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। আওয়ামী লীগের নেতারা বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না আসার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। সিলেট : গ্রেফতার আতঙ্কে ভুগছেন সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি পুলিশ তাকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। গতকাল বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-৩ আসনের ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকাল ৬টায় জামপুর ইউনিয়নের কুবাগাঁ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতার ৩৩ : শেরপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে শেরপুর-১ সদর আসনের ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার উত্তেজিত নেতা-কর্মী ও আত্মীয়রা ক্ষোভ জানালে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হাতেম আলী ও আত্মীয়স্বজনসহ ১১ জনকে আটক করে থানায় নিয়ে যায়। মঠবাড়িয়া : পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনে নাশকতা জড়িত সন্দেহে পৌর কাউন্সিলরসহ ৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বগুড়া :  বগুড়ায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে সদর উপজেলা থেকে ৭ জন ও ধুনট থেকে ১ জামায়াত কর্মী গ্রেফতার হয়েছে। কুমিল্লা : কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রধান নির্বাচনী এজেন্টসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকা থেকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঠাকুরগাঁও : রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও  উপজেলা জামায়াতের  আমির মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা ছাত্রদল সভাপতি সোহেল সিকদারকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরশহরের মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে মহিপুর থানা পুলিশ  মমিন হাওলাদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। কুড়িগ্রাম : রাজারহাটে নাশকতার পরিকল্পনা করার সন্দেহে থানা জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সর্বশেষ খবর