মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফখরুলের গলায় টাকার মালা

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ফখরুলের গলায় টাকার মালা

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়ে দিল এলাকাবাসী। এ সময় মির্জা ফখরুল জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। রবিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ চিত্র দেখা যায়। সভায় মির্জা ফখরুলের উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মঞ্চে ওঠার পরপরই স্থানীয় কয়েকজন টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন। পরে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের শেষ আশা-ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এ আস্থার মর্যাদা রক্ষিত হবে। জনগণ যা চায় তাই হোক। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়। ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ভোটের দিন সকাল সকাল যাবেন ভোট কেন্দ্রে; এরপর ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন; আর গণনা শেষে ভোটের ফলাফল নিয়ে আসবেন। তা না হলে পাল্টে দিতে পারে; পাল্টে যেতে দেবেন না। ধানের শীষের জোয়ার সারা দেশে উঠেছে; এই জোয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ পরাজিত হবে এবং ধানের শীষের বিজয় হবে। ফখরুল বলেন, আমরা মনে করি বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ন্যায়বিচার প্রতিষ্ঠা করা; ইনসাফ প্রতিষ্ঠা করা। কোথাও কোনো ন্যায়বিচার ও ইনসাফ নেই। আওয়ামী লীগ সরকারের অত্যাচারে মানুষ অত্যাচারিত-নির্যাতিত-জর্জরিত হয়ে গেছে। লুট করে শেষ করে দিয়েছে; শেয়ারবাজার লুট করেছে, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। প্রত্যেকটি ব্যাংক এখন দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ঠাকুরগাঁও; যেখানে কোনো রাস্তাঘাটের উন্নয়ন নেই। বরং আগের চেয়ে আরও খারাপ হয়ে গেছে। আমাদের এলাকার মানুষ সব কৃষক; কৃষক ভাইদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এ সরকারকে আর টিকতে দেওয়া যায় না। ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে তারদের পরাজিত করতে হবে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে তারা কতগুলো গায়েবি মামলা দিয়েছিল; এখন তফসিল ঘোষণার পর সেই গায়েবি মামলায় তারা আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। ইতিমধ্যে আমাদের ১৫ জন প্রার্থীকে আটক করে কারাগারে রাখা হয়েছে। আমাদের যারা প্রার্থী ছিলেন বিভিন্ন কলাকৌশল করে আদালতের মাধ্যমে তাদের প্রার্থিতা বাতিল করে দিচ্ছেন। এটা কোনো নির্বাচন নয়, এটা প্রহসন। আমরা এ নির্বাচন করছি আন্দোলনের অংশ হিসেবে। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন— জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আবদুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলাম, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। রবিবার দিনব্যাপী মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনের আখানগর, বেগুনবাড়ি, জামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে নির্বাচনী প্রচারণা চালান এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও এ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এবং আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর