বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এখনো নির্বাচনে থাকতে চাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

এখনো নির্বাচনে থাকতে চাই

নির্বাচনের দিন ভোট দেওয়ার পর গণনা অবধি কেন্দ্রে থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে বগুড়ায় নিজের নির্বাচনী এলাকায় এক জনসভায় তিনি বলেন, ‘আপনাদের পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব যারা ভোটার হয়েছেন, তাদের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে গণনা করে বাড়িতে ফিরবেন। আমরা এখনও নির্বাচনে থাকতে চাই।’ গতকাল বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও বক্তব্য দেন বগুড়া-২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বগুড়ার পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর হেনা, শহিদ উন নবী সালাম, শেখ তাহাদ্দিন নাইন, নাজমা আকতার, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ। মির্জা ফখরুল বলেন, ‘গত প্রায় তিন সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই সরকার নির্বাচনকে বানচাল করবার জন্য তার সব রকম অপকর্মগুলো করছে। তারা বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করছে, আক্রমণ করছে, তাদের প্রত্যেক দিন বিভিন্নভাবে আহত করছে এবং সমানে মিথ্যাচার করছে। মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’ বগুড়াবাসীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার একটি জুলুমবাজ-নির্যাতনকারী সরকার। আপনাদের প্রিয় বধূকে (খালেদা জিয়া) তারা কারাগারে আটক করে রেখেছে। আপনাদের নেত্রীকে আটক করে রেখেছে বিনা অপরাধে। অসুস্থ হয়ে পড়েছেন। তিয়াত্তরের ওপরে তাঁর বয়স।

সর্বশেষ খবর