শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনে সব প্রস্তুতি নিয়েছি

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচনে সব প্রস্তুতি নিয়েছি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। সেই সঙ্গে বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক উত্তাপ থাকলেও কোনো ধরনের উদ্বেগ নেই বলে মনে করেন তিনি। এ ছাড়া এক দিনে নির্বাচন পরিচালনা করা বড় ধরনের চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির নিয়ন্ত্রণ কক্ষে’ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বুধবার এক বার্তায় ‘ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ’ প্রকাশ করেছিলেন। নিয়ন্ত্রণ কক্ষে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন ভোটের প্রস্তুতির সার্বিক চিত্র সাংবাদিকদের অবহিত করেন। এবার ২৯৯ আসনে ভোট হচ্ছে। গাইবান্ধা-৩ আসনে প্রার্থীর মৃত্যুর পর ভোট বন্ধ করা হয়েছে। এ আসনের ভোট হবে ২৭ জানুয়ারি। একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ছয়টি আসনে ইভিএমে ভোট হচ্ছে। পুলিশিং করবে না সশস্ত্র বাহিনী : বেসামরিক প্রশাসনকে সহায়তা করতেই ভোটে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। নির্বাচনী এলাকায় পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। মোতায়েন রয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেনাবাহিনী স্ট্র্র্রাইকিং ফোর্স হিসেবে থাকবে তা কখনো দাবি করিনি আমরা। আমাদের পুলিশ, বিজিবি, র‌্যাব রয়েছে মাঠে; সেখানে কোনো ঘটনা ঘটলে প্রথমে পুলিশ দেখবে; এরপর বিজিবি, র‌্যাব রয়েছে।

সর্বশেষ খবর