শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেন্দ্র পাহারা দেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবস্থা : কাদের

ফেনী প্রতিনিধি

এবারের নির্বাচনে ভোট বিপ্লব হবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। বিএনপি-জামায়াত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর জায়লস্করে সড়ক নির্মাণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা বেশিরভাগ আসনে জয়লাভ করব। তাই আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। বিদেশি কোনো শক্তি আমাদের ক্ষমতায় বসাবে এটা সত্য নয়। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আসে বা মাথা ঘামাবে বলে আমার জানা নেই। আমাদের ক্ষমতায় ভারত বসাবে না। আমাদের ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, তাদের অপচেষ্টাকে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সমুচিত জবাব দেবে। এ সময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জায়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহম্মদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা হতে পারে। কিন্তু তারা সফল হবে না। যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এতে তাদের সব পরিকল্পনা ব্যর্থ হবে এবং নির্বাচন স্বস্তিদায়ক হবে। তিনি বলেন, এবার জনগণ অনেক বেশি উৎসবমুখর। কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতা-কর্মীরাও খুব সচেতন রয়েছে। নির্বাচন বানচালের যত চক্রান্ত হোক, এ অপচেষ্টা ব্যর্থ হবে। গতকাল বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদী সেতু এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের মধ্যে দুটি পক্ষ হয়ে গেছে। একটি পক্ষ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা চিন্তা করলেও অপর একটি পক্ষ নির্বাচনে থাকার পক্ষে আছেন। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর