মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

৮০ শতাংশ ভোট পড়েছে, আমরা সন্তুষ্ট : সিইসি

নিজস্ব প্রতিবেদক

৮০ শতাংশ ভোট পড়েছে, আমরা সন্তুষ্ট : সিইসি

একাদশ সংসদ নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। গতকাল নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে ভোট-পরবর্তী প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি। শান্তিপূর্ণ ভোট হলেও কিছু জায়গায় সহিংসতায় ১৪ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন সিইসি। ৪০ হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ১৬টির ভোট স্থগিত করা হয়। সিইসি বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট উৎসবে মেতেছিল সবাই। মূলত ৩০ ডিসেম্বরে জাতি ভোট উৎসবে মেতেছিল। রবিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। ফলাফল ঘোষণা করা হয় ২৯৮ আসনের; ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রে পুনঃ ভোট হওয়ার সিদ্ধান্তে ফল আটকে রয়েছে। গাইবান্ধা-৩ আসনে ভোট হবে ২৭ জানুয়ারি।

ঐক্যফ্রন্টের দাবি নাকচ : কেন্দ্র দখল, কারচুপির অভিযোগ এলেও কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় তা নিয়ে ‘গা’ নেই ইসির। অভিযোগ থাকলেও ভোট নিয়ে ‘অতৃপ্ত নয়’ বরং ‘সন্তুষ্ট’ বলে জানান সিইসি। বিএনপি ও ঐক্যফ্রন্ট পুনঃ ভোটের দাবি জানালেও তা নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, ভোট নিয়ে লিখিত কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলেও ফলাফলের গেজেট প্রকাশে কোনো বাধা নেই। ভোটের পরদিন গতকাল বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোটের ফল প্রত্যাখ্যান ও পুনঃ ভোটে ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে সিইসি বলেন, ‘না; আমরা আর নতুনভাবে নির্বাচন করব না; আর নতুন করে নির্বাচনের সুযোগ নেই।’ বিএনপি লিখিত অভিযোগ দিলে কী করবেন ও পরবর্তীতে গেজেট প্রকাশের ধাপ জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ দিলেও গেজেট প্রকাশের প্রতিবন্ধকতা হবে না। জনগণের ভোটের বিবেচনায় ফল নির্ধারিত হয়েছে বলে জানান সিইসি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেও ভোটের ব্যবধানের বিষয়ে সিইসি বলেন, জনগণ যেভাবে ভোট দিয়েছে, সেভাবে ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে। ভোটের আগের রাতে ১০০ কেন্দ্রে ভোট নেওয়ার অভিযোগ নাকচ করে সিইসি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য কথা। আমরা নির্বাচন কমিশন সন্তুষ্ট। আমরা অতৃপ্ত নই। গণমাধ্যমের তথ্য ও দেশি-বিদেশি পর্যবেক্ষকের তথ্যমতে ভোটের গ্রহণযোগ্যতাও রয়েছে; অনিয়মের এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।’

সর্বশেষ খবর