বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রিসভা গঠন ১০ জানুয়ারির মধ্যে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ১৯৭০ ও ১৯৫৪ সালের মতো গণজোয়ারের প্রতিফলন ঘটেছে। আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিবসের আগেই সংসদ সদস্যরা ও নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারেন বলে জানান তিনি। তিনি বলেন, আমাদের নতুন বছরের অঙ্গীকার হবে নির্বাচনের মাধ্যমে আমাদের যে ভুল-ভ্রান্তি ও সাংগঠনিক দুর্বলতা বুঝতে পেরেছি তা কাটিয়ে ওঠা। গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগ নেতা এস এম কামাল, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, আমি অবাক হয়েছি যে, বিএনপির মতো একটি বড় দলের সাংগঠনিক কোনো কাঠামো নেই। তারা সাংগঠনিকভাবে যে কতটা দুর্বল তা এ নির্বাচনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, এ জন্য বিএনপির হেভিওয়েট প্রার্থীরাও ভোট কেন্দ্রে এজেন্ট দিতে পারেননি। বিএনপি নেতা মওদুদ আহমদ নিজের কেন্দ্রে তার ভোট দিতে যাননি। বিএনপির প্রার্থীরা কোথাও তাদের পোস্টার-ব্যানার লাগাননি। তারা নির্বাচনে পরাজয়ের আগেই হাল ছেড়ে দিয়েছিলেন। বাস্তবে নির্বাচনে অংশ নেওয়ার মতো তাদের কোনো প্রস্তুতি ছিল না। তাই এ নির্বাচনে তাদের পরাজয় ছিল অবধারিত। সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতাদের ভুলের জন্যই নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। মনোনয়ন বাণিজ্য, এজেন্ট দিতে না পারা ও নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়া এ ভরাডুবির প্রধান কারণ। তারা নির্বাচনের নামে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা নাটক করেছেন। জাতীয়পার্টির সঙ্গে ঐকমত্যের সরকার হবে না তারা বিরোধী দল হিসেবে থাকবে তা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের সময় বিষয়টি দেখবেন। জাতীয়পার্টির সঙ্গে আলাপ-আলোচনা করে এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের শপথ না নেওয়া ও তাদের আন্দোলন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির আন্দোলন করার শক্তি নেই। জাতীয় ঐক্যফ্রন্টের নেই। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আশা করি তারা জনগণের রায়কে অসম্মান করবেন না। কারণ যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিকাল ৩টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর