বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ডয়চে ভেলেকে ড. কামাল

নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি

প্রতিদিন ডেস্ক

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে নতুন সরকারকে সমর্থন না দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ নির্বাচনের ফলাফল কীভাবে দেখছেন- এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘বেশির ভাগ বিরোধী দল নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের ফলাফলে জনগণের মতের প্রতিফলন ঘটেনি। এটি একটি সাজানো নির্বাচন। এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোর পরবর্তী কর্মসূচি কী হবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দল এরই মধ্যে প্রতিবাদ করেছে। সব দল মিলে খুব দ্রুতই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। বিরোধী দলগুলোর নতুন নির্বাচনের দাবি এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে আপনারা কী করবেন-সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, এ অবস্থার জন্য প্রধান নির্বাচন কমিশনার নিজেই দায়ী। ব্যাপক অনিয়মের পরও তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং ফলাফল প্রকাশ করেছেন। এ কারণে তিনি জনগণের আস্থা হারিয়েছেন।

সর্বশেষ খবর