শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সংসদে যাওয়া না যাওয়া

সুলতান বললেন, ওয়েট ওয়েট, দলের সিদ্ধান্তের অপেক্ষায় মোকাব্বির

নিজামুল হক বিপুল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে জয়ী হলেও বিএনপির অবস্থান এখন পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার পক্ষে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হওয়া গণফোরামের দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও মোকাব্বির খান কি শপথ নেবেন? এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সর্বত্র আলোচনা এ দুই নবনির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণফোরাম থেকে নির্বাচিত এ দুজন শেষ পর্যন্ত শপথ নেবেন এবং সংসদে যোগ দেবেন। আর দুই সংসদ সদস্য সুলতান মনসুর ও মোকাব্বির খানও বলছেন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুরের সঙ্গে গতকাল রাতে কথা হয় এই প্রতিবেদকের। সংসদে যোগ দিচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে শুধু এক কথায় বললেন, ‘ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। ওয়েট... ওয়েট... ওয়েট...। দেখতে পাবেন।’ তার নির্বাচনী এলাকার মানুষ কী চাচ্ছেন- জানতে চাইলে বলেন, ‘এলাকার মানুষের মতামত অগ্রাহ্য করা হবে না।’

সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কি না- জানতে চাইলে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগামীকাল ৫ জানুয়ারি পার্টির (গণফোরাম) সভা রয়েছে। সে সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তার সংসদে যোগ দেওয়ার বিষয়ে নির্বাচনী এলাকার মানুষের মতামত কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এলাকার মানুষের মতামত নিয়েছি। সেটি পার্টির সভায় উপস্থাপন করব। সেখানে যদি এলাকার মানুষের মতামত ও পার্টির সিদ্ধান্ত একই রকম হয় তাহলে হয়তো সংসদে যাব, নয় তো যাব না। এজন্য আগামীকাল পার্টির সভা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর বেশি এখন আর কিছু বলা যাচ্ছে না।’ নিজের ইচ্ছা বা মতামত কী- জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত বলতে কিছু নেই। ব্যক্তিগত আকাক্সক্ষার জন্য রাজনীতি করি না। পার্টি যে সিদ্ধান্ত দেবে আমি তা পালন করব।’

সর্বশেষ খবর