শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মন্ত্রিসভায় চমক আসবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমার কেন যেন মনে হয় বিশাল একটা চমক আসবে মন্ত্রিসভায়। গতকাল সকালে ধানমি তে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের পথচলা। তবে বিশাল জয়ের সঙ্গে বিশাল চমকও থাকতে পারে। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল প্রত্যাশা। জনগণেরও এখানে একটা প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার প্রতিধ্বনি তো করতে পারেন একজনই (শেখ হাসিনা)। তিনি বলেন, কেবিনেটের বিষয়টা সম্পূর্ণ তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বিষয়। এটা প্রধানমন্ত্রীর এরিয়া, এখানে অন্য কারও প্রবেশের সুযোগ নেই।  আওয়ামী লীগের বিপুল বিজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এটা নিঃসন্দেহে বলা যায়, এ নির্বাচনে বিজয়ের মূল চালিকাশক্তি হচ্ছে ‘হাসিনা ম্যাজিক’। এটা আমাদের লিডারের উন্নয়ন, রাজনীতি, স্বচ্ছতা, সততা, যোগ্যতা ও দক্ষতার প্রতি জনগণের সমর্থন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্টির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ করেছি, তাদের অনুরোধ করছি জনগণের রায়কে অসম্মান করা উচিত নয়। সম্মান করতে না পারলে তাদের ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হবে। গতবারও তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে সেই ভুলের চোরাবালিতে তারা এখনো আটকে আছে। যদি তারা সংসদে যোগ দিতে ব্যর্থ হয় তাহলে এ ব্যর্থতা আর ভুলের চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতে হবে। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক জানান কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতিতে সেয়দ আশরাফের আরও অনেক কিছু দেওয়ার ছিল। পঁচাত্তর পরবর্তী সময়ে লন্ডনে বঙ্গবন্ধুকন্যাদের পাশে ছিলেন সৈয়দ আশরাফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর