রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সৎ দেশপ্রেমিক মন্ত্রিসভা চাই

রুহুল আমিন রাসেল

সৎ দেশপ্রেমিক মন্ত্রিসভা চাই

আ আ ম স আরেফিন সিদ্দিক

আওয়ামী লীগের কাছে বাংলার মানুষের প্রত্যাশা পূরণের জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক রাজনীতিকদের মন্ত্রিসভায় দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও চিন্তা ধারণ এবং বাস্তবায়নের দক্ষতা রাখতে পারেন, এমন ভালো মানুষের মন্ত্রিসভা চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, জনগণের বিশাল গণরায়ে অভূতপূর্ব জয় নিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির কাছে মানুষের প্রত্যাশাও অনেক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও গ্রাম হবে শহর- এমন রাজনৈতিক অঙ্গীকার দিয়ে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইশতেহার দিয়েছিল আওয়ামী লীগ। জনগণও তা গ্রহণ করে আওয়ামী লীগের পক্ষে গণরায় দিয়েছেন। এবার জনগণ সেই গণরায়ের প্রতিফলন হিসেবে ইশতেহার বাস্তবায়নের জন্য সৎ ও দেশপ্রেমিকদের মন্ত্রিসভায় দেখতে চান। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রিসভা গঠনের পরামর্শ দিয়ে দেশবরেণ্য এই শিক্ষাবিদ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহি দেখাতে পারবেন এমন লোককে মন্ত্রিসভায় দেখতে চাই। এই সরকারকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ আওয়ামী লীগের কাছে জনপ্রত্যাশা অনেক উঁচু মাত্রায় উঠে গেছে।’ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণে যোগ্যদের মন্ত্রিসভায় রাখাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের জন্য জরুরি। তাই আমি মনে করি, এ দেশের সব মানুষের চাহিদা পূরণে সক্ষম মন্ত্রিসভার বিকল্প নেই।’ দেশের জনগণের সংখ্যা বিবেচনায় মন্ত্রিসভার আকার বড় হলে দোষের কিছু নেই বলেও মনে করেন এ শিক্ষাবিদ।

সর্বশেষ খবর