রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এরশাদ সিএমএইচে, আজ শপথ

নিজস্ব প্রতিবেদক

এরশাদ সিএমএইচে, আজ শপথ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদের সদস্য (এমপি) হিসেবে আজ শপথ নেবেন।  বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তিনি জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে শপথ নেবেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে কেবল এইচ এম এরশাদ ছাড়া বাকিরা বৃহস্পতিবার শপথ নেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মিলে মহাজোটগতভাবে নির্বাচনে গেলেও গতকাল এইচ এম এরশাদ স্পিকারকে চিঠি দিয়ে জানান, তারা বিরোধী দল হিসেবেই সংসদে ভ‚মিকা পালন করবেন। পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি নিজে থাকবেন বিরোধী দলীয় নেতা, উপনেতা থাকবেন তার ভাই ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, আর বিরোধীদলীয় চিফ হুইপ থাকবেন পার্টির মহাসচিব রাঙ্গা।

এদিকে, এরশাদ ফের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গতকাল বিকালে তাকে ভর্তি করা হয়। এ বিষয়ে এরশাদের ব্যক্তিগত সহকারী মনজুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শারীরিক চেকআপের জন্য স্যার সিএমএইচে গিয়েছিলেন। এ সময় চিকিৎসক তাকে রেস্ট নেওয়ার কথা জানালে তাদের পরামর্শে তিনি ভর্তি হন সিএমএইচে। সিএমএইচ থেকেই এরশাদ আজকের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর