রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

জরুরি অবস্থা জারির হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন বলে হুমকি দিয়েছেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অনির্দিষ্টকালের জন্য ফেডারেল সরকারের কাজকর্ম বন্ধেরও হুমকি দিয়েছেন। সূত্র : রয়টার্স। গত শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। এর আগে হোয়াইট হাউসে ডেমোক্রেটিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেও তিনি একই কথা বলেছেন। আলোচনায় ডেমোক্রেটিক নেতারা তাঁকে অনুরোধ করেন,  দেয়ালের জন্য অর্থায়নের প্রশ্নটি নিয়ে তাঁরা আলাদাভাবে আলাপ-আলোচনায় প্রস্তুত আছেন, কিন্তু সেই অজুহাতে সরকার বন্ধ রাখা অযৌক্তিক। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ট্রাম্প প্রয়োজনে  ফেডারেল সরকারের কাজকর্ম বছরের পর বছর ধরে বন্ধ রাখার হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘আমি তাই বলেছি, আমি একদম তাই-ই বলেছি। আমি মনে করি না, সেটা হবে। তবে এর জন্য আমি প্রস্তুত রয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি যা করছি, এর জন্য আমি গর্বিত। আমি এটাকে কাজকর্ম বন্ধ বলি না, আমি এটাকে বলি, আমাদের দেশের স্বার্থ ও সুরক্ষার জন্য যা করা উচিত তা।’ অর্থ বরাদ্দের ব্যাপারে কংগ্রেসের অনুমোদন এড়াতে ট্রাম্প  প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগের কথা ভাবছেন কি না- জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তা করতে পারি। আমরা জরুরি অবস্থা ঘোষণা করতে পারি এবং দ্রুত দেয়াল নির্মাণ করতে পারি। কাজটি করার জন্য এটা আলাদা একটি উপায়।’

সর্বশেষ খবর