সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শরিক দল থেকে কেউ নেই

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় আওয়ামী লীগ জোটের শরিক দলের বিজয়ী কোনো এমপি বা নেতার নাম নেই। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তালিকায় কারও স্থান হয়নি। আওয়ামী লীগের আগের দুই সরকারের মন্ত্রিসভায় শরিক দলের একাধিক সদস্য ছিলেন। যে কারণে ধরে নেওয়া হয়েছিল এবারও থাকবেন। গতকাল মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম পড়ে শোনান। ৪৭ সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন। ৪৭ জনের সবাই আওয়ামী লীগের। ২০০৮ সালের মহাজোট সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন পর্যায়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু, জেপির আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। ২০১৪ সালের সরকারেও হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু সদ্য ঘোষিত নতুন মন্ত্রিসভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বা ১৪-দলীয় জোটের শরিক দলের কারও হয়নি। এমনকি সরকারি দলের প্রবীণ নেতারাও এ তালিকায় নেই। গতকাল যাদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের বেশির ভাগই নতুন মুখ। যদিও দু-একজন ছাড়া বাকিরা সংসদ সদস্য হিসেবে সংসদে একাধিকবার প্রতিনিধিত্ব করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর