মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
কুমিল্লায় বাসে বোমা হামলা

খালেদা জিয়ার জামিন শুনানি ১৬ জানুয়ারি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রলবোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে। পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি।

গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান হত্যা মামলার চার্জ গঠন ও পরবর্তী শুনানির দিন ১৬ জানুয়ারি ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। তিনি বলেন, আটজন হত্যা মামলায় গতকাল আদালতে রাষ্ট্রপক্ষের চার্জ গঠন করা এবং আসামিপক্ষের জামিন শুনানির আবেদন ছিল। পরে আদালত বেগম খালেদা জিয়ার জামিন শুনানি ১৬ জানুয়ারি নির্ধারণ করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০-দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

সর্বশেষ খবর