মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভাগ্যবান ইয়াফেস ওসমানের হ্যাটট্রিক

নিজস্ব প্রতিবেদক

ভাগ্যবান ইয়াফেস ওসমানের হ্যাটট্রিক

টানা তৃতীয়বারের মতো সরকারের মন্ত্রী হলেন স্থপতি ইয়াফেস ওসমান। ২০০৮ সালে মহাজোটের নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিপুল বিজয়ের পর ২০০৯ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, তাতে প্রথমবারের  মতো টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী ছিলেন ইয়াফেস ওসমান। শক্তিমান কথাসাহিত্যিক শওকত ওসমানের ছেলে ইয়াফেস ওসমান প্রথমবারই দায়িত্ব পান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। এরপর ২০১৪ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবারও সরকার গঠন করলে পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান ইয়াফেস ওসমান। পাঁচ বছর পর আজ আবারও মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি এবং দায়িত্ব পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। এ নিয়ে পরপর তিনবার পূর্ণ মন্ত্রী হয়ে হ্যাটট্টিক করলেন ইয়াফেস ওসমান।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই মন্ত্রী অনেকটা নীরবে-নিভৃতে তার মন্ত্রণালয়ে কাজ করে গেছেন গত ১০ বছর। তার মন্ত্রণালয়ের অধীনেই সরকারের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ চলছে। এই ১০ বছরে তার বিরুদ্ধে কোনো রকম অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেনি। সততার সঙ্গে তিনি মন্ত্রণালয় চালিয়ে গেছেন। কোনো রকম প্রচার-প্রচারণা নেই তাকে নিয়ে। এ কারণে তিনি সব সময় প্রধানমন্ত্রীর আস্থায় এবং সুনজরে ছিলেন। এর ফল হিসেবেই প্রধানমন্ত্রী তাকে টানা তৃতীয়বারের মতো মন্ত্রী বানিয়েছেন।

সর্বশেষ খবর