মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এই সংসার আসা-যাওয়ার রঙ্গমঞ্চ

নিজস্ব প্রতিবেদক

এই সংসার আসা-যাওয়ার রঙ্গমঞ্চ

বাণিজ্য মন্ত্রণালয়ের দফতর থেকে বিদায় নেওয়ার সময় নতুন সরকারের সাফল্য কামনা করে তোফায়েল আহমেদ বলেছেন, এই সংসার আসা-যাওয়ার রঙ্গমঞ্চ। নতুনদের জায়গা করে দিতে হবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখানে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটি পরিবারের মতো ছিলাম। আমার কাছে মন্ত্রী নয়, এমপিই বড়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য নিজেকে ‘সৌভাগ্যবান’ অভিহিত করে আরও বলেন, নতুনদের জায়গা দিতে হয়, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আমি সৌভাগ্যবান। তিনি বলেন, যারা মন্ত্রী হচ্ছেন তারা সবাই চমৎকার মানুষ, সৎ, পরীক্ষিত এবং দীর্ঘদিনের রাজনীতিক, এটা তাদের প্রাপ্য। তোফায়েল জানান, ২৮ বছর বয়সে প্রথম প্রতিমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর পলিটিক্যাল সেক্রেটারি নিযুক্ত হয়েছিলাম। পরবর্তীতে ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ সহকারী ছিলাম। এর ২১ বছর পর ’৯৬ সালের ২৩ জুলাই শপথ নিয়ে ২৪ জুলাই সচিবালয়ে এসেছি। দীর্ঘ ৯ বছর আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম।’ তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগসহ মহাজোট বিপুলভাবে জয়ী হয়েছে। এরই মধ্যে তিনি বিশ্ববিখ্যাত, জননন্দিত, আন্তর্জাতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া টিপু মুনশিকে ‘বিনয়ী মানুষ’ উল্লেখ করে তার সফলতা প্রত্যাশা করেন বিদায়ী বাণিজ্যমন্ত্রী তোফায়েল।

সর্বশেষ খবর