বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতিমুক্ত করাই বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিমুক্ত করাই বড় চ্যালেঞ্জ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, দেশের সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে। ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর, অধিদফতর দুর্নীতিমুক্ত করাই আমার চ্যালেঞ্জ। একই সঙ্গে যেসব চলমান কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করা হবে। সোমবার ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  ভূমিমন্ত্রী বলেন, সেবা বাড়াতে হবে এবং কাজে গতিশীলতা আনতে হবে। মূল কাজ হচ্ছে টিমওয়ার্কের মাধ্যমে সেবা বাড়ানো। এর পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের সব দফতর, অধিদফতর থেকে দুর্নীতি দূর করতে হবে। এ জন্য দেশের সব ভূমি অফিসকে সিসিটিভির আওতায় আনা হবে। আশা করছি, আগামী দুই বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, যাদের সমস্যা আছে তাদের চলে যেতে হবে। নতুবা ভালোভাবে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কোনো রকম দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। তিনি বলেন, ‘সোজা কথা আমি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। এই যুদ্ধ চলবে।’ ভূমিমন্ত্রী বলেন, হয়তো শতভাগ দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে না, তবে এটিকে একটা সীমার মধ্যে নিয়ে আসতে চাই। সেবা গ্রহীতা মানুষের ভোগান্তি একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনতে চাই। মানুষ যাতে সহজেই এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা পান সেটা নিশ্চিত করতে চাই।

সর্বশেষ খবর