বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি

এরশাদ বিরোধীদলীয় নেতা, প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি বিকাল ৩টায় শুরু হচ্ছে। সংসদ সচিবালয় জানায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল এ অধিবেশন আহ্বান করেছেন।  সচিবালয়ের আইন শাখা জানায়, প্রথম অধিবেশন শুরু হবে দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে। অধিবেশনের শুরুতে একাদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ডেপুটি স্পিকার শপথ নেবেন স্পিকারের কাছে।

এরশাদকে বিরোধী দলীয় নেতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। এ ছাড়া প্রজ্ঞাপনে বিরোধীদলীয় উপনেতা হিসেবে জিএম কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। গতকাল এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে ২২টি আসনে বিজয় লাভ করে জাতীয় পার্টি বিরোধী দলে যাওয়ার ঘোষণা দেয়। সংরক্ষিত মহিলা আসনে চারজন : জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত মহিলা আসনে চারজনকে মনোনয়ন দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তারা হলেন পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী), মনিকা আলম (ঝিনাইদহ)। গতকাল তিনি এসব মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে এসব মনোয়নপত্র জাতীয় সংসদের স্পিকার বরাবরে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর